এভারেস্টে নিশাত
২২ মে ২০১২বিজ্ঞাপন
তবে অবাক হননি বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম-আল হক৷ কারণ তিনি নিশাত মজুমদারকে সেভাবেই তৈরি করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন৷ অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বললেন,‘‘অন্য মানুষের মত আমি এত উৎফুল্ল হতে পারিনি, কারণ এই খবরটা আমার কাছে হঠাৎ করে আসেনি৷ সাধারণ মানুষের কাছে যত হঠাৎ করে সংবাদটা পৌঁছে গেছে আমার বেলায় তা হয়নি৷ আমাদের সঙ্গে নিশাত মজুমদার আছেন গত আট বছর ধরে৷ ধীরে ধীরে অনেক সময় নিয়ে এগিয়েছেন৷ প্রথমে আমার তাকে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ে পাঠিয়েছি যা কিনা মাত্র এক হাজার মিটার উঁচু৷ আর আজ আট হাজার মিটার উঁচুতে নিশাত মজুমদার উঠেছেন৷ কিন্তু তা হয়েছে ধাপে ধাপে৷ যেহেতু এসবই আমার চোখের সামনে ঘটেছে, আমার কাছে তা একটি প্রত্যাশিত ব্যাপারই ছিল৷''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: সঞ্জীব বর্মন