1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাওবাদীদের স্থলমাইন বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ জন নিহত

৭ অক্টোবর ২০১১

আজ সকালে ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের স্থলমাইন বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চারজন নিহত এবং কয়েকজন আহত হয়৷ মাও-বিরোধী শিবিরের সুরক্ষায় যে বাসে করে এদের পাঠানো হচ্ছিল, বিস্ফোরণে সেই বাসটি উড়ে যায়৷

https://p.dw.com/p/12noY
ছত্তিশগড় রাজ্যে বার বার মাওবাদীদের হামলার শিকার হচ্ছে নিরাপত্তা বাহিনীছবি: AP

আজ সকালে ছত্তিসগড়ের বস্তানার এলাকায় ৬৩ নং জাতীয় সড়কে মাওবাদীদের স্থলমাইন বিস্ফোরণে নিহত হয় নিরাপত্তা বাহিনীর চারজন৷ মাও-বিরোধী সালওয়া জুডুম শিবিরের সুরক্ষায় এরা যে বাসে করে যাচ্ছিল, বিস্ফোরণে সেই বাসটি উড়ে যায়৷ সীমা সশস্র বলের জওয়ানরা পুরো এলাকা ঘিরে তল্লাসি শুরু করে৷

Indien Maoisten Naxaliten
গণতন্ত্রের পথ বিশ্বাস করে না মাওবাদীরাছবি: picture-alliance/dpa

ছত্তিশগড়ের উপজাতি ভাষায় সালওয়া জুডুম মানে মিলিশিয়া শান্তি বাহিনী৷ মাওবাদীদের ঠেকাতে স্থানীয় উপজাতি লোকেদের নিয়ে গঠিত এই বাহিনীকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করা হয়৷ গত জুলাই মাসে সুপ্রিম কোর্ট মাও-বিরোধী এই বাহিনীকে অবৈধ বলে রায় দেয়৷ এই বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে৷

সহিংস মাওবাদী আন্দোলন সম্পর্কে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলী ডয়চে ভেলেকে বলেন, এক অর্থে মাওবাদীরা ডাকাত শ্রেণির৷ তফাৎ শুধু এদের একটা তাত্বিক পটভূমি আছে৷ তবে নীচু তলার মাওবাদীরা সেটা কতটা বোঝেন, সেবিষয়ে ঘোরতর সন্দেহ আছে৷ শীর্ষ স্তরের কিছু নেতাদের হয়ত থাকতে পারে৷ ভারতে এই দল তাদের অপারেশন চালায় বনজঙ্গলে ও দুর্গম অঞ্চলে৷ স্থানীয় লোকজনদের সঙ্গে মিশে গিয়ে৷ সেখানে সরকার নির্মম অভিযান চালাতে পারেনা, সমালোচনার ভয়ে৷

Indien Maoisten Anschlag Polizei
মাওবাদীদের দমনে নিয়োজিত নিরাপত্তা বাহিনীছবি: AP

অনুন্নয়ন যদি মাওবাদীদের উত্থানের কারণ হয়, তাহলে সরকার উন্নয়ন কর্মসূচি হাতে নেয়া সত্বেও কেন এই সহিংসতা বন্ধ হচ্ছেনা? উন্নয়ন এদের আন্দোলনের ইস্যু নয়৷ ওদের বিশ্বাস, এটা একটা বুর্জোয়া সরকার অর্থাৎ শ্রেণিশত্রু৷ উন্নয়ন করলেও উৎখাত করা দরকার৷

মাওবাদীদের এই ধারাবাহিক হিংসা আর কতদিন চলবে? আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে৷ যেমনটা হয়েছে, আসামের আলফাদের৷ একটা সময় মনোবল তীব্র থাকে৷ সময়ের সঙ্গে সঙ্গে সেই মনোবল কমে আসে যখন তারা বুঝতে পারে এভাবে সরকারকে উৎখাত করা যাবেনা৷ মাওবাদীদের ক্ষেত্রেও তাই হবে৷ শুধু সময়ের অপেক্ষা৷ পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে সরকারের অভিযান কঠোর করতে হবে৷ শিথিল করলে চলবেনা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য