মাজেদের ফাঁসি যা বুঝিয়ে দিলো
১২ এপ্রিল ২০২০নইলে হত্যাকাণ্ডে অংশ নেয়া, নিজ হাতে শিশু হত্যা করা কাউকে কিছু মানুষ শহিদের মর্যাদা দিতে চাইতে পারে? তার নসিবে বেহেশত জুটুক- এমন দোয়া খবরের নীচের মন্তব্যের ঘরে থাকতে পারে?
মাজেদের প্রাপ্য শাস্তি আবার বুঝিয়ে দিলো, বিশেষ পরিস্থিতিতে অনেকে সবকিছুকে কেমন যেন নিজের পছন্দমতো বা সুবিধামতো দেখতে পছন্দ করেন৷ তখন যেন মাত্র একটা চোখ ভালো থাকে তাদের আর তা দিয়ে সব সত্যের অর্ধেকটা দেখেন, বাকিটা অদেখা থেকে যায়৷
বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির দিনে তাকে দেখতে কয়েক হাজার মানুষ ছুটে গিয়েছিলেন৷ করোনা পরিস্থিতিতে এত লোক সমাগমের যথেষ্ট সমালোচনা হয়েছে৷ একটি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক সংক্রমিত হয়েছেন, জানা গেছে, তিনি ওই নিউজ কাভার করেছিলেন এবং তারপরই করোনার উপসর্গ দেখা দেয় তার শরীরে৷
গতকাল পর্যন্ত কেরানীগঞ্জে কমপক্ষে ২২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ এই তথ্য খুনি মাজেদের ফাঁসির আগের৷ ফাঁসির সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে অনেক মানুষ কারাগারের কাছে ভিড় করেছিলেন৷ অথচ এ বিষয়টিকে কোনো খবরে গুরুত্ব পেতে দেখা যায়নি৷
কিন্তু বিষয়টি তো খুব গুরুত্বপূর্ণ৷করোনার সংক্রমণ ছড়ানোর মতো কোনো সমাবেশই তো এখন কোথাও হওয়া উচিত নয়!
তা সত্ত্বেও বিষয়টি আলাদা করে খবরে এলো না কেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতের ফাঁসির খবরকে যথাযথ গুরুত্ব দিতে গিয়ে এমন বিষয়কে গুরুত্ব না দেয়া তো প্রকারান্তরে বড় বিপদকে স্বাগত জানানোর শামিল৷ রাজনৈতিক জমায়েত হতে দিয়ে মসজিদ-মন্দিরসহ অন্যান্য স্থানের জমায়াতের বিষয়ে কঠোর হলে কি করোনা ভাইরাসকে ঠেকানো যাবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত ক্যাপ্টেন মাজেদের ফাঁসির সর্বোচ্চ গুরুত্ব স্বীকার করেও এই প্রশ্নের উত্তর এখনই জানা দরকার!
দেখুন ২০১৭ সালে আগস্টের ছবিঘর...