মানুষকে দীর্ঘজীবী করবে ‘ব্যানাসিন’
৩০ জুলাই ২০১৩জাপানের জিরোয়েমোন কিমুরা ১১৬ বছর বয়সে মারা যাওয়ায় সালুসতিয়ানো সানচেস-ব্লাসকেস-কে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি মানুষের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস৷ জন্ম স্পেনে, কিন্তু সানচেস-ব্লাসকেস এখন আর সেখানে থাকেননা৷ মাত্র ১৭ বছর বয়সে আখ শ্রমিক হিসেবে কাজ করতে চলে গিয়েছিলেন কিউবায়৷ সেখান থেকে যুক্তরাষ্ট্রে৷ সেখানে যাবার পর বেছে নেন খনি শ্রমিকের জীবন৷ কায়িক পরিশ্রম খুব বেশি৷ তারপরও স্বাস্থ্য ঠিক রেখেছেন৷ এক সাক্ষাৎকারে স্পেনে জন্ম নেয়া যুক্তরাষ্ট্রের এই নাগরিক জানিয়েছেন, তাঁর ধারণা, প্রতিদিন সকালে একটি কলার সঙ্গে ছয়টি অ্যানাসিন ট্যাবলেট খেতেন বলেই ১১২ বছর বয়সেও বেশ সুস্থ আছেন তিনি৷
সালুসতিয়ানো সানচেস-ব্লাসকেস-এর কথা শুনে অ্যানাসিনের উৎপাদক প্রতিষ্ঠান ইনসাইট ফার্মাসিউটিক্যালস খুব খুশি৷ কলা তো আর বিক্রি করতে পারবেনা, তাই কলার গন্ধ মিশিয়ে নতুন ধরনের অ্যানাসিন বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে তারা৷ ইনসাইট ফার্মাসিউটিক্যালসের মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট জেনিফার ময়্যার জানিয়েছেন, বিশ্বের সর্বজ্যেষ্ঠ মানুষটির কথায় অনুপ্রাণিত হয়ে অ্যানাসিন নিয়ে নতুন করে ভাবছেন তাঁরা৷ বিজ্ঞানীরা বলতেন সুস্থ জীবনের জন্য আপেল খুব উপকারী৷ কিন্তু মানুষকে শতায়ু করায় কলার ভূমিকা দেখে নতুন অ্যানাসিন বাজারে নিয়ে আসছে ইনসাইট ফার্মাসিউটিক্যালস৷ কলা, অর্থাৎ ব্যানানার গন্ধ থাকবে বলে ওষুধটির নাম দেয়া হবে ‘ব্যানাসিন'৷
এসিবি/এসবি (এএফপি)