1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র বিশেষ বৈঠক

২৪ আগস্ট ২০১২

নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদায়ে আন্দোলনের কৌশল নির্ধারণে রবিবার বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷ সেই বৈঠকেই ঠিক হবে দলের পরবর্তী আন্দোলন কর্মসূচি৷

https://p.dw.com/p/15vdO
ছবি: Reuters

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছিলেন বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷ আর সেই আন্দোলন কর্মসূচি কেমন হবে, তাই ঠিক করতে এবার ডাকা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক৷ বৈঠক হবে রবিবার রাতে৷ এরপর খালেদা জিয়া সমমনা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন বলেছেন, তারা জ্বালাও পোড়াও আন্দোলনে বিশ্বাসী নন৷ তাই তারা পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভর করেই কর্মসূচি দেবেন৷

স্থায়ী কমিটির আরেকজন সদস্য এমকে আনোয়ার বলেন যে, তারা সরকারকে আরো সময় দিতে চান৷ পরীক্ষার সময় হরতাল দিয়ে তারা জনদুর্ভোগ বাড়াতে চাননা৷ আর ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, আন্দোলন হবে সরকার কি করে তা দেখে৷ যদি হরতাল দেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে হরতালও দেয়া হবে৷

বিএনপি ঈদের পর নির্দলীয় সরকারের রূপরেখা প্রকাশ করার কথা বলেছিল৷ তা নিয়ে কাজও হয়েছে৷ এই রূপরেখা কবে এবং কিভাবে প্রকাশ করা হবে, তাও স্থায়ী কমিটির সভায় আলোচনা করা হবে বলে জানা গেছে৷ বিএনপি'র কৌশল হবে রূপরেখা সাধারণ মানুষের সামনে প্রকাশ করে সরকারের ওপর তা বাস্তবায়নে চাপ সৃষ্টি করা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য