বিএনপি’র বিশেষ বৈঠক
২৪ আগস্ট ২০১২তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছিলেন বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷ আর সেই আন্দোলন কর্মসূচি কেমন হবে, তাই ঠিক করতে এবার ডাকা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক৷ বৈঠক হবে রবিবার রাতে৷ এরপর খালেদা জিয়া সমমনা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন বলেছেন, তারা জ্বালাও পোড়াও আন্দোলনে বিশ্বাসী নন৷ তাই তারা পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভর করেই কর্মসূচি দেবেন৷
স্থায়ী কমিটির আরেকজন সদস্য এমকে আনোয়ার বলেন যে, তারা সরকারকে আরো সময় দিতে চান৷ পরীক্ষার সময় হরতাল দিয়ে তারা জনদুর্ভোগ বাড়াতে চাননা৷ আর ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, আন্দোলন হবে সরকার কি করে তা দেখে৷ যদি হরতাল দেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে হরতালও দেয়া হবে৷
বিএনপি ঈদের পর নির্দলীয় সরকারের রূপরেখা প্রকাশ করার কথা বলেছিল৷ তা নিয়ে কাজও হয়েছে৷ এই রূপরেখা কবে এবং কিভাবে প্রকাশ করা হবে, তাও স্থায়ী কমিটির সভায় আলোচনা করা হবে বলে জানা গেছে৷ বিএনপি'র কৌশল হবে রূপরেখা সাধারণ মানুষের সামনে প্রকাশ করে সরকারের ওপর তা বাস্তবায়নে চাপ সৃষ্টি করা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ