1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় ঘূর্ণিঝড়

৩১ অক্টোবর ২০১২

মার্কিন নির্বাচনের বাকি মাত্র এক সপ্তাহ৷ এখন নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবেন প্রার্থীরা, এমনটাই স্বাভাবিক ছিল৷ কিন্তু ঘূর্ণিঝড় স্যান্ডি ঘুরিয়ে দিয়েছে পরিস্থিতি৷

https://p.dw.com/p/16Zx0
ছবি: Reuters

একদিকে দুর্যোগ ব্যবস্থাপনা, অন্যদিকে আসন্ন নির্বাচন – মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা এবং মিট রমনির কাছেই দুটোই গুরুত্বপূর্ণ৷ এমনিতেই দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়ার পথ ক্রমশ কঠিন হয়ে উঠছে ওবামার জন্য৷ প্রেসিডেন্সিয়াল ডিবেটে ওবামার বড় কোনো সাফল্য দেখাতে পারেননি৷ অন্যদিকে মিট রমনি নিজের দিকে সমর্থন ক্রমশই বাড়িয়ে যাচ্ছেলিন৷ এরকময় যখন পরিস্থিতি, ঠিক তখনই আঘাত হানলো স্যান্ডি৷

ঘূর্ণিঝড় স্যান্ডি বদলে দিয়েছে পরিস্থিতি৷ চূড়ান্ত নির্বাচনী প্রচারণার বদলে ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে দাঁড়াতে ব্যস্ত প্রার্থীরা৷ এক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ওবামার দায়িত্ব অনেক বেশি৷ তাই নির্বাচনী প্রচারণা ডিপ ফ্রিজে চালান দিয়ে ওবামা পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছেন ঘূর্ণিঝড়ের ধকল সামলাতে৷ সাধারণ মানুষের প্রাণ বাঁচানোই এখন ‘এক নম্বর' কাজ ওবামার৷

USA Hurrikan Sandy Ostküste
নিউ ইয়র্কের লং বিচ এলাকাছবি: Getty Images

এতে অবশ্য পরোক্ষভাবে উপকারই হচ্ছে ওবামার৷ তাঁর ঘোর বিরোধী প্রভাবশালীরাও প্রেসিডেন্টের কর্মকাণ্ড সন্তুষ্টি প্রকাশ করতে শুরু করেছেন৷ এদেরই একজন ক্রিস ক্রিস্টি৷ নিউ জার্সির গভর্নর তিনি৷ ওবামার কড়া সমালোচক হিসেবে এতকাল স্বীকৃত ছিলেন তিনি৷ ডেমোক্রেটদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, এমনটাই মত ছিল ক্রিসের৷ ছয় নভেম্বরের নির্বাচনের পর তিনি হোয়াইট হাউসে রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে দেখতে চেয়েছিলেন৷

কিন্তু ঘূর্ণিঝড় স্যান্ডি বদলে দিয়েছে তাঁকে৷ দুর্যোগ প্রতিরোধে বারাক ওবামা এবং কেন্দ্র সরকারের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন ক্রিস৷ এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘সরকার দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে৷ আমি মধ্যরাতেও এই বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছি৷''

উল্লেখ্য সোমবার রাতে নিউ জার্সিতে আঘাত হানে ঘূর্ণিঝড় স্যান্ডি৷ এই ঝড়ে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা কমপক্ষে ৩৩৷ এদের মধ্যে অনেকেই গাছের নীচে চাপা পড়ে কিংবা পানিতে তলিয়ে প্রাণ হারিয়েছেন৷ এছাড়া বিদ্যুপৃষ্ট হয়ে এবং গাড়ি দুর্ঘটনায়ও প্রাণ গেছে কারো কারো৷ ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় প্রায় ৬৫ লাখ মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় দিনযাপন করছেন৷ গৃহহীন হয়েছেন দশ লাখ মানুষ৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘূর্নিঝড়কে ‘বড় দুর্যোগ' আখ্যা দিয়ে পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন৷

এআই/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য