1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশর, ইয়েমেন কোন পথে?

৪ ফেব্রুয়ারি ২০১১

প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরোধী এবং সমর্থকদের মধ্যে যেন এক ধরণের পথের গৃহযুদ্ধ শুরু হয়েছে৷ সেনাবাহিনী শুধু দু’পক্ষের মধ্যে ব্যবধান হিসেবে কার্যকরি৷ওদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে৷

https://p.dw.com/p/10ASm
কায়রোর তাহরির চত্বরে মুবারক বিরোধী এবং মুবারক সমর্খকদের সংঘর্ষছবি: picture-alliance/dpa

পরিস্থিতি কোন দিকে, সে প্রশ্ন সবারই৷ তবে মুবারকের উপর আন্তর্জাতিক চাপও যে বাড়ছে, তা'তে সন্দেহ নেই৷ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকালও সরাসরি মিশরের উপরাষ্ট্রপ্রধান ওমর সুলেইমানের সঙ্গে কথা বলেছেন৷ তবে বাইডেনের বক্তব্য তাঁর প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে বেশীদূর যায়নি৷ সেক্ষেত্রে দুই প্রভাবশালী সেনেটর, রিপাবলিকান জন ম্যাককেইন এবং ডেমোক্র্যাট জন কেরি এবার সোজাসুজি মিশরে ক্ষমতা হস্তান্তর শুরু করার দাবি তুলেছেন, এবং সে প্রস্তাব সেনেটে সমর্থিতও হয়েছে৷

মার্কিন এবিসি নিউজ'এর সাক্ষাৎকারে মুবারক বলেছেন, তিনি পদত্যাগ করতেই চান, কিন্তু তাঁর ভয় হল, সেক্ষেত্রে দেশে অরাজকতার সৃষ্টি হবে৷ তিনি নাকি ওবামাকেও ঠিক সেই কথাই বলেছেন৷

আসলে কায়রো সরকার, মার্কিন সরকার, এমনকি ইউরোপীয় ইউনিয়নের নেতৃবর্গ, সকলেই যেন অপেক্ষা করে দেখছেন, কায়রোর রাস্তায় ইতিহাস কী মোড় নেয়, কোন রূপ ধারণ করে৷ কিন্তু জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও তো এক অন্য কারণ দর্শিয়েছে: জানুয়ারিতে বিশ্ব জুড়ে খাদ্যপণ্যের দাম নাকি রেকর্ড পর্যায়ে পৌঁছয়৷ নিঃসন্দেহে টিউনিশিয়া, মিশর, ইয়েমেন, এমনকি জর্ডানেও সাধারণ মানুষের ক্ষোভের একটা উৎস তাই৷ মজার কথা, বিশ্বে খাদ্যের উৎপাদনে কিন্তু সেরকম কোন তারতম্য ঘটেনি৷ অর্থাৎ খাদ্যপণ্য নিয়েও বিশ্ব জুড়ে ফাটকাবাজির যে একটা প্রবণতা চালু হয়েছে, সেটাই হয়তো এই মূল্যবৃদ্ধির ইন্ধন যোগাচ্ছে৷

NO FLASH Russland Getreide
সব সন্তোষ কিংবা ক্ষোভের উৎসছবি: picture-alliance/ZB

মিশর, ইয়েমেন, জর্ডান, সর্বত্রই তো মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ জড়িত৷ এ' যেন এক হিসেবে মার্কিন স্বার্থের সঙ্গে মার্কিন আদর্শের সংঘাত৷ তবে পরিস্থিতি যে সর্বত্রই একরকম বিস্ফোরক, এমন নয়৷ ইয়েমেনের রাজধানী সানাতেও সালেহ বিরোধী এবং সালেহ সমর্থকরা মিছিল করেছে, কিন্তু ব্যাপারটা রক্তপাত অবধি গড়ায়নি৷ ওদিকে জর্ডানে রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইসলামি নেতৃবর্গের সঙ্গে বৈঠক করেছেন৷ এবং বৈঠকের পর ইসলামিক অ্যাকশন ফ্রন্টের এক নেতা বলেছেন, বৈঠক ইতিবাচক হয়েছে৷ অর্থাৎ আলাপ-আলোচনার পন্থা যে একেবারে তামাদি হয়ে গেছে, এমন নয়৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য