1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশর

২৬ ডিসেম্বর ২০১২

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গণভোটে পাস হওয়া নতুন সংবিধানে স্বাক্ষর করেছেন৷ তবে নতুন সংবিধান বিরোধীরা গণভোটের ফল প্রত্যাখ্যান করেছেন৷ এদিকে, গণভোটকে ঘিরে বিভক্ত মিশরকে এক করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/1794S
An Egyptian election worker shows his colleagues an invalid ballot while counting ballots at the end of the second round of a referendum on a disputed constitution drafted by Islamist supporters of president Mohammed Morsi at a polling station in Giza, Egypt, Saturday, Dec. 22, 2012. Egypt's Islamist-backed constitution headed toward likely approval in a final round of voting on Saturday, but the deep divisions it has opened up threaten to fuel continued turmoil. (Foto:Nasser Nasser/AP/dapd)
ছবি: AP

মিশরে গত দুই সপ্তাহ ধরে আয়োজিত গণভোটের সরকারি ফল বলছে, প্রায় ৬৪ শতাংশ ভোটার নতুন সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন৷ দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার সন্ধ্যায় এই ফল ঘোষণা করে৷ এর মধ্য দিয়ে সেটা আইনে পরিণত হলো৷ অবশ্য গণভোটে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৩৩ শতাংশ৷

প্রস্তাবিত নতুন সংবিধান বাতিলের দাবিতে মিশরে গত প্রায় এক মাস ধরে বিক্ষোভ চলছে৷ তারা গণভোট বাতিলেরও দাবি জানিয়েছিল৷

গণভোটে কারচুপির অভিযোগ এনেছে মূল বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট৷ তারা ফলাফল প্রত্যাখ্যান করেছে৷ ফ্রন্টের মুখপাত্র খালেদ দাউদ বলেছেন যে, তাঁরা মিশরের জনগণের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন৷

এদিকে, গণভোটকে ঘিরে মিশরে যে বিভক্তি দেখা দিয়েছে সেটা দূর করতে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনও বিভক্তি দূর করতে আলোচনার আহ্বান জানিয়েছেন৷

Egyptian election workers count ballots at the end of the second round of a referendum on a disputed constitution drafted by Islamist supporters of president Mohammed Morsi at a polling station in Giza, Egypt, Saturday, Dec. 22, 2012. Egypt's Islamist-backed constitution headed toward likely approval in a final round of voting on Saturday, but the deep divisions it has opened up threaten to fuel continued turmoil. (Foto:Nasser Nasser/AP/dapd)
গণভোটের ফল প্রত্যাখ্যান করেন নতুন সংবিধান বিরোধীরা...ছবি: AP

নতুন সংবিধানে ইসলামি শরিয়াকে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনের ভিত্তি ধরা হয়েছে৷ এই বিষয়টিতেই মূলত বিরোধীরা প্রতিবাদ করে আসছে৷ পশ্চিমা বিশ্বও সংবিধানের এই ধারা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছে৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মিশরকে ৪.৮ বিলিয়ন ঋণ দেয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখারও ঘোষণা দিয়েছে৷

সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট চার বছর করে দুই মেয়াদে সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকতে পারবেন৷

এছাড়া নতুন সংবিধানের কারণে আইন প্রণয়নের ক্ষমতা পাচ্ছে সংসদের উচ্চকক্ষ৷ এই ক্ষমতা সাময়িকভাবে মুরসির ছিল৷ শনিবার প্রেসিডেন্ট মুরসি উচ্চকক্ষে বক্তব্য রাখবেন বলে জানা গেছে৷ আগামী দুই মাসের মধ্যে সংসদের নিম্নকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এরপর আইন প্রণয়নের ক্ষমতা চলে যাবে তাদের কাছে৷

প্রথমে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক বিরোধী বিক্ষোভ, পরে নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ডিক্রি জারি ও নতুন সংবিধান পাসের প্রক্রিয়াকে ঘিরে ধারাবাহিক আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মিশরের অর্থনীতি৷

এই অর্থনীতিতে গতি সঞ্চার করে দেশ পুনর্গঠনের জন্য সহায়তা চাইতে আগামী ২৯শে জানুয়ারি জার্মানি সফরে আসবেন প্রেসিডেন্ট মুরসি৷ মিশরের সরকারি সংবাদপত্র আল-আহরাম বুধবার জানিয়েছে এই তথ্য৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য