1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা শরণার্থী

১৩ জুন ২০১২

রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য জাতিসংঘের অনুরোধ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেবার ব্যাপারে জাতিসংঘের কোনো অনুরোধ তিনি পাননি৷

https://p.dw.com/p/15DBl
ছবি: dapd

মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেছে, ‘‘বাংলাদেশ সরকার যেন যতোটা সম্ভব সীমান্ত শিথিল রাখে এবং আশ্রয়প্রার্থীদের প্রবেশ করতে দেয়৷ আমরা বাংলাদেশ সরকারের কাছে সে আবেদনই জানাচ্ছি৷’’

তবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বুধবার এক অনুষ্ঠানে বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেবার ব্যাপারে জাতিসংঘের কোনো অনুরোধ তিনি পাননি৷ তিনি বলেন, ‘‘মিয়ানমার থেকে নতুন করে শরণার্থী আসুক তা আমরা চাই না৷’’

শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়া প্রসঙ্গে জাতিসংঘের অনুরোধের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘‘বাংলাদেশে কতজনকে আশ্রয় দেয়া হবে, তাদের খরচই বা কারা চালাবেন - এগুলো পরিষ্কার হতে হবে৷ এদের মধ্যে কোনো সন্ত্রাসীও চলে আসতে পারে৷’’

অনেক বিশ্লেষক বলছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সমাধান করা উচিৎ৷ এই যেমন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি বলেন, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের বিষয়ে একটি ‘সেল’ খোলা দরকার৷ তাছাড়া, প্রতিবেশী দুই দেশ ভারত ও চীনের সঙ্গে আলোচনা করে শরণার্থী সমস্যার সমাধান করা যেতে পারে৷’’

অন্যদিকে, শফি সামির এই বক্তব্যের সঙ্গে একমত নন অধ্যাপক আমেনা মহসিন৷ তিনি বলেন, ‘‘ভারত বা চীন তাদের স্বার্থের বাইরে আমাদের কোনো কাজে আসবে না৷’’ সমুদ্রসীমা বিরোধ ইস্যুতে মিয়ানমারের পক্ষে ভারতের অবস্থানের বিষয়টিও তুলে ধরেন তিনি৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

Flash-Galerie UNICEF Foto des Jahres 2010
করুণ ছবি শরণার্থীদেরছবি: JAVIER ARCENILLAS
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য