মুক্তিযোদ্ধার সন্তানের পরিণতিতে ব্যথিত আওয়ামী লীগ
২৫ জুন ২০১১বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, কোকোর শাস্তি হওয়ায় তারা দুঃখ পেয়েছেন৷ কিন্তু এ থেকে শিক্ষা নেওয়া উচিৎ৷ সন্তানদের ঠিকমত মানুষ না করলে, তার পরিণতি ভোগ করতে হবে৷ তিনি বলেন, কোকো যদি উচ্চ-আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবে আওয়ামী লীগ৷ কারণ, তারা কোন মুক্তিযোদ্ধার সন্তানের এই পরিণতি দেখতে চাননা৷
সৈয়দ আশরাফ বলেন, বিএনপি'র আমলে হাওয়া ভবনের জন্য তারেক রহমানকে দায়ী করা হলেও এটি খালেদা জিয়াই সৃষ্টি করেছিলেন৷ হাওয়া ভবনের নেপথ্য কারিগর খালেদা জিয়া নিজে৷ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিএনপি যতই মাঠ গরম করুকনা কেন, তারা শেষ পর্যন্ত আলোচনায় বসবে৷ তার ধারণা, বিএনপি সংসদেও যাবে৷ এটা শুধুমাত্র সময়ের ব্যাপার৷ তিনি বিএনপি'কে আবারো সংসদে গিয়ে পরবর্তী নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ