1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযোদ্ধার সন্তানের পরিণতিতে ব্যথিত আওয়ামী লীগ

২৫ জুন ২০১১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শেষ পর্যন্ত আলোচনায় বসবে বিএনপি৷ যাবে সংসদেও৷ তবে এখন অযথাই জল ঘোলা করছে তারা৷ আর আরাফাত রহমান কোকোর শাস্তি হওয়ায় আওয়ামী লীগ উল্লসিত নয়৷

https://p.dw.com/p/11jG7
Arafat Rahman Coco, center, younger son of former Bangladesh Prime Minister Khaleda Zia arrives at a court in Dhaka, Bangladesh, Monday, Sept. 3, 2007. Authorities jailed Zia and her son Coco on Monday in a corruption case involving container terminal contracts, the second former premier detained in the interim government's crackdown on graft in Bangladeshi politics. (AP Photo/Pavel Rahman)
আরাফাত রহমান কোকো (ফাইল ফটো)ছবি: AP

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, কোকোর শাস্তি হওয়ায় তারা দুঃখ পেয়েছেন৷ কিন্তু এ থেকে শিক্ষা নেওয়া উচিৎ৷ সন্তানদের ঠিকমত মানুষ না করলে, তার পরিণতি ভোগ করতে হবে৷ তিনি বলেন, কোকো যদি উচ্চ-আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবে আওয়ামী লীগ৷ কারণ, তারা কোন মুক্তিযোদ্ধার সন্তানের এই পরিণতি দেখতে চাননা৷

সৈয়দ আশরাফ বলেন, বিএনপি'র আমলে হাওয়া ভবনের জন্য তারেক রহমানকে দায়ী করা হলেও এটি খালেদা জিয়াই সৃষ্টি করেছিলেন৷ হাওয়া ভবনের নেপথ্য কারিগর খালেদা জিয়া নিজে৷ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিএনপি যতই মাঠ গরম করুকনা কেন, তারা শেষ পর্যন্ত আলোচনায় বসবে৷ তার ধারণা, বিএনপি সংসদেও যাবে৷ এটা শুধুমাত্র সময়ের ব্যাপার৷ তিনি বিএনপি'কে আবারো সংসদে গিয়ে পরবর্তী নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য