মুম্বই হামলার কারণে আপাতত ফরাসি খেতাব নিচ্ছেন না ঐশ্বর্য
১৪ জুলাই ২০১১বৃহস্পতিবার ১৪ই জুলাই, ফ্রান্সের জাতীয় দিবস৷ এদিন দেশ-বিদেশের কৃতি ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় নানা পুরস্কার৷ যেমন আজ নতুন দিল্লির ফরাসি দূতাবাসে এক অনুষ্ঠানে বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চনের হাতে ‘নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স' উপাধি তুলে দেওয়ার কথা ছিল৷ চলচ্চিত্র জগতে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা এবং ভারত ও ফ্রান্সের মধ্যে বিশেষ করে চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঐশ্বর্যকে এই খেতাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স৷ উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে ঐশ্বর্যর শ্বশুর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘লিজিয়ন অফ অনার' পেয়েছিলেন৷
বুধবার সন্ধ্যায় মুম্বই শহরে সন্ত্রাসী হামলার পর ঐশ্বর্য দেশের অন্যান্য মানুষের মতোই শোকে মর্মাহত হয়ে পড়েন৷ এদিন সন্ধ্যায় স্বামী অভিষেকের সঙ্গে দিল্লিতে ছিলেন তিনি৷ এই অবস্থায় পুরস্কার গ্রহণের মানসিকতা ছিল না তাঁর৷ ইতিমধ্যে ফ্রান্সের দূতাবাসও এই অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে৷ ঐশ্বর্য বলেন, ‘‘এটা উৎসবের সময় নয়৷ ফরাসি রাষ্ট্রদূতের অনুরোধে গোটা পরিবার সহ আমিও পুরস্কার গ্রহণের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি৷''
অমিতাভ, অভিষেক ও ঐশ্বর্য সহ বলিউডের একাধিক ব্যক্তিত্ব মুম্বই হামলার ফলে মর্মাহত৷ টুইটার ও অন্যান্য মাধ্যমে তাঁরা নিজেদের ক্ষোভ ও দুশ্চিন্তার কথা জানিয়েছেন এবং এমন হামলার তীব্র নিন্দা করেছেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক