1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বইতে হাজারো মানুষের প্রতিবাদ

১৯ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুম্বইয়ের আজাদ ময়দানে বিক্ষোভ দেখালেন হাজার হাজার লোক৷ তবে সেই প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ এবং তাঁদের কোনও বাধার মুখে পড়তে হয়নি৷

https://p.dw.com/p/3V5XQ
ছবি: DW/D. Choubey

একই দিনে দুটি বিক্ষোভ দেখল মুম্বই৷ নাগরিকত্ব আইনের বিরোধিতায় এবং সমর্থনে৷ শেষপর্যন্ত এই দুই প্রতিবাদের ফল হল, বিরোধীরা হেলায় হারালেন সমর্থকদের৷ বলিউডের তারকাদের আবেদনের জন্য হোক বা প্রতিবাদের তাগিদে, হাজার হাজার মানুষ অগাস্ট ক্রান্তি ময়দানে জড়ো হয়েছিলেন৷ প্রতিবাদেযোগ দিয়েছিলেন ফারহান আক্তার, সুশান্ত সিং, জোয়া আখতার, হুমা কুরেশি সহ একগুচ্ছ বলিউড তারকা ও পরিচালক৷ কতিপয় বলিউড তারকার সঙ্গে ছিলেন হাজার হাজার মানুষ৷ আজাদ ময়দানে যাওয়ার রাস্তায় দেখা গিয়েছে সেই জনস্রোত৷ চার্চগেট স্টেশনের বাইরে ছিল আইনের পক্ষে জমায়েত৷ তবে সেখানে জমায়েত ছিল অগাস্ট ক্রান্তির তুলনায় কম৷

প্রতিবাদ করার সুযোগ ও শান্তিপূর্ণ বিক্ষোভের নিরিখে মুম্বই পিছনে ফেলে দিয়েছে দিল্লি, বেঙ্গালুরুর মতো শহরকে৷ দিল্লি বা উত্তর প্রদেশে যেমন বিক্ষোভ করতেই দেওয়া হচ্ছে না৷ মুম্বইয়ের ছবিটা ছিল আলাদা৷ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুধু যে প্রতিবাদ দেখাতে দিয়েছেন তাই নয়, আজাদ ময়দান যাওয়ার রাস্তায় বিক্ষোভকারীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দিকেও নজর রেখেছিলেন৷ তবে সর্বত্র ছবিটা এরকম ছিল না৷ কর্ণাটকের মাঙ্গালোরে বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ গুলিও চালিয়েছে৷ 

দেশের তেরোটি বড় শহরে বিক্ষোভ হওয়ার পর দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷  নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ যেভাবে প্রবল হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে বৈঠক হয়৷

জিএইচ/এসজি(মুম্বই মিরর, এনডিটিভি)