1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান উত্তেজনা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১ ফেব্রুয়ারি ২০১৩

কারগিল যুদ্ধের ঠিক আগে তৎকালীন পাকিস্তান সেনাপ্রধান পারভেজ মুশাররফ স্বয়ং নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেন, এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত এক পাকিস্তানি কর্নেল আসফাক হুসেন৷

https://p.dw.com/p/17WMn
ছবি: Kirsty Wigglesworth/AP/dapd

১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কারগিল যুদ্ধের কয়েক মাস আগে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ঐ এলাকা পর্যবেক্ষণের উদ্দেশ্যে হেলিকপ্টারে ভারতীয় এলাকার ১১ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছিলেন৷ শুধু তাই নয়, সেখানে এক রাতও নাকি কাটান তিনি৷ এমনই চাঞ্চল্যকর এক অভিযোগ এনেছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত কর্নেল আসফাক হুসেন, যিনি মুশাররফের ঘনিষ্ঠ বলে পরিচিত৷ ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সেটা ভারতের সামরিক ও অসামরিক গোয়েন্দা বিভাগের চরম ব্যর্থতা৷

Krickett sorgt für Entspannung
মুশাররফের দ্বিচারিতা নিয়ে ভারতে সন্দেহ বাড়ছেছবি: AP

কর্নেল আসফাক এ কথা লিখেছেন তাঁর নিজের লেখা ‘‘উইটনেস টু ব্লান্ডার'' বইয়ে৷ সেখানে তাঁর অভিযোগ, কারগিল যুদ্ধের ছক এমন একটা সময় জেনারেল মুশাররফ করে রেখেছিলেন, যখন ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে লাহোর বাস যাত্রা শুরু করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ৷

সে সময় ভারতের সেনাপ্রধান ছিলেন জেনারেল ভি.কে মালিক৷ এক সাক্ষাৎকারে জেনারেল মালিক বলেন, ভারতীয় সেনার কাছে পাকিস্তানিদের অনুপ্রবেশের খবর ছিল৷ মুশাররফ অগ্রবর্তী এলাকা পরিদর্শনে হয়ত যেতে পারেন, কিন্তু ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করেছিলেন কিনা – তা বলতে পারবো না৷

পাশাপাশি কারগিল অভিযান নিয়ে মুশাররফকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন তৎকালীন পাক-গোয়েন্দা সংস্থা আইএসআই-এর দায়িত্বে থাকা পাকিস্তানের আর এক অবসরপ্রাপ্ত লে. জেনারেল শাহিদ আজিজ৷ তাঁর অভিযোগ, কারগিল যুদ্ধের ছক জানতেন স্রেফ মুশাররফ এবং তাঁর চারজন জেনারেল৷ এ বিষয়ে গোটা সেনাবাহিনীকে রাখা হয়েছিল অন্ধকারে৷

এই অভিযোগ খণ্ডন করতে মুশাররফ মুখ খুলতেই বেড়ে গেল ইসলামাবাদের অস্বস্তি৷ কারগিল যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের জন্য তিনি সরাসরি দায়ী করেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে৷ মুশাররফের কথায়, নওয়াজ শরিফকে সবকিছু জানানো হয়৷ অথচ তাঁর দুর্বলতার জন্যই কারগিলে আমাদের লোকসান হয়৷ ওখান থেকে সরে আসতে হয় আমাদের৷ মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নওয়াজ শরিফ মাথা না নোয়ালে ভারতের ৩০০ বর্গ কিলোমিটার এলাকা আজ থাকত পাকিস্তনের দখলে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য