1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মুসলমান বলে আমি সন্ত্রাসী নই'

২০ নভেম্বর ২০১৫

১৬ই নভেম্বর প্যারিসের প্লাস দ্য লা রেপুবলিক-এর একটি দৃশ্য৷ চোখবাঁধা এক মুসলমান যুবা দু'হাত বাড়িয়ে শত শত অজানা পথচারীকে আলিঙ্গন করছেন৷ পায়ের কাছে রাখা একটি কাগজ বলছে: ‘‘আপনি কি আমাকে বিশ্বাস করেন?''

https://p.dw.com/p/1H9YK
Symbolbild Armbanduhr
প্রতীকী ছবিছবি: imago/Westend61

প্যারিসের এই চত্বরটি এক সপ্তাহ আগে যে একাদশ ও দশম অ্যারন্দিসমঁ এলাকায় কনসার্ট হল ও বার-এ গুলিচালনা ও হত্যাকাণ্ডে ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারায়, তারই অদূরে৷ জনতা এই প্লাস দ্য লা রেপুবলিক চত্বরের একাধিক জায়গায় ফুল রেখে, মোমবাতি জ্বালিয়ে তাদের শোক ও সমবেদনা জ্ঞাপন করার চেষ্টা করেছে৷

ঠিক সেই চত্বরটকেই বেছে নিয়েছিলেন এই অজ্ঞাত মুসলমান যুবা৷ চোখ বেঁধেছিলেন কাপড়ে৷ পায়ের কাছে রেখেছিলেন দুটি কাগজ, তাদের একটিতে লেখা ছিল: ‘‘আমি একজন মুসলমান, কিন্তু আমাকে বলা হচ্ছে, আমি একজন সন্ত্রাসী৷'' অন্য কাগজটিতে লেখা: ‘‘আমি আপনাকে বিশ্বাস করি৷ আপনি কি আমাকে বিশ্বাস করেন?''

অজানা যুবকটিকে আলিঙ্গন করার আগে ও পরে অনেক পথচারীর চোখই অশ্রুসজল হয়ে ওঠে৷ পরে যুবক বলছেন, ‘‘আমি আপনাদের প্রত্যেককে এই আলিঙ্গনের জন্য ধন্যবাদ জানাতে চাই৷ আমি এভাবে সকলকে একটা বার্তা দিতে চেয়েছিলাম৷ আমি মুসলমান, কিন্তু তাই বলে আমি সন্ত্রাসী নই৷ আমি কোনোদিন কারুকে হত্যা করিনি৷ আমি আপনাদের এ-ও বলতে পারি যে, গত শুক্রবার আমার জন্মদিন ছিল, তা সত্ত্বেও আমি বাড়ি থেকে বের হইনি৷ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সকলের পরিবারবর্গের জন্য আমি গভীর সমবেদনা বোধ করি৷ আমি আপনাদের বলতে চাই, মুসলমান মানেই সন্ত্রাসী নয়৷ একজন সন্ত্রাসী হলো একজন সন্ত্রাসী, যে আরেকজন মানুষকে তুচ্ছ কারণে হত্যা করতে রাজি৷ একজন মুসলমান তা কখনোই করবেন না৷ আমাদের ধর্ম তা নিষেধ করে৷''

এসি/ডিজি (ইউটিউব)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য