মুসলিম পর্যটক
৩১ জুলাই ২০১২বিশ্বের বিভিন্ন প্রান্তে আর্থিক ও অর্থনৈতিক সংকটের ফলে বিশেষ নজর পড়ছে পর্যটনের দিকে৷ পর্যটকেরা কোনো দেশে এসে ব্যয় করলে অর্থনীতি লাভবান হয়৷ তবে পর্যটকদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিষয়টির দিকেও বিশেষ নজর দিতে হয়৷ তারা কী ধরণের খাবার খেতে ভালোবাসে, তাদের পছন্দ-অপছন্দ কীরকম – পর্যটক হিসেবে তাদের এই সব চাহিদা সম্পর্কে সচেতন হলে তার ফল হয় ইতিবাচক৷
গোটা বিশ্বে মুসলিম পর্যটকদের সংখ্যা বাড়ছে৷ ফলে বিমানবন্দরে নামাজ কক্ষ, শরীরের যত্ন নিতে হালাল স্পা – এসব আর বিরল নয়৷ বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সম্পন্ন মুসলিম পরিবারের সদস্যরা আরও বেশি ভ্রমণ করায় তাদের বিশেষ চাহিদার প্রতি মনোযোগ বাড়ছে৷ একটি হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী পর্যটকদের হারের তুলনায় মুসলিম পর্যটকদের ভ্রমণের হার আরও দ্রুত গতিতে বাড়ছে৷ ২০১১ সালে যেখানে মুসলিম পর্যটকদের ভ্রমণের সংখ্যা ছিল প্রায় ১২,৬০০ কোটি, ২০২০ সাল নাগাদ সেই সংখ্যা দাঁড়াবে ১৯,২০০ কোটিতে৷ সিঙ্গাপুর ভিত্তিক ‘ক্রিসেন্টেটিং' ও মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘দিনারস্ট্যান্ডার্ড' সংস্থা মোট ৪৭টি দেশে সমীক্ষা চালিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে৷ সংবাদ সংস্থা এএফপি সেই রিপোর্টের ভিত্তিতে বিষয়টির উপর বিশেষ আলোকপাত করেছে৷ ধারণা করা হয়, যে বিশ্বের মুসলিম জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ২৪ বা তারও কম৷ এদের বেশিরভাগই শিক্ষিত৷ ফলে পর্যটক হিসেবে এদের আকর্ষণ করার চেষ্টা চলছে৷
‘ক্রিসেন্টেটিং'এর প্রধান ফজল বাহারেদিন বলেন, মিশর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো জনবহুল মুসলিম দেশ মুসলিম পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে৷ রমজানের সময়েও মালয়েশিয়া ভ্রমণে যান অসংখ্য মুসলিম পর্যটক৷ যেমন সৌদি আরবের দাম্মাম থেকে এক নবদম্পতি বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে মালয়েশিয়া ভ্রমণ করে খুবই সন্তুষ্ট৷ তাদের মতে, সৌদি আরব থেকে মালয়েশিয়ার দূরত্ব খুব বেশি নয়৷ ইউরোপের তুলনায় ব্যয় হয় অনেক কম৷ সেখানে মসজিদ বা আরবি খাবার পাওয়াও সহজ৷ হালাল খাবার থাকায় অনেক মুসলিম পরিবার এমন দেশে বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করেন৷
কিন্তু অন্যান্য দেশও মুসলিম পর্যটকদের আকর্ষণ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে৷ যেমন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া বিমান বন্দর ও হোটেলে নামাজ কক্ষ থেকে শুরু করে হালাল রেস্তোরাঁর ব্যবস্থা করছে৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের পর্যটন বিভাগের স্লোগানই হলো, ‘এবারের রমজানে শীতের স্বাদ পেতে গোল্ড কোস্ট আসুন না'
৷ মুসলিম পর্যটকরা বহুকাল ধরেই গোল্ড কোস্ট এলাকায় ছুটি কাটাতে আসেন৷ প্রতি বছরই তাদের জন্য উপযুক্ত অবকাঠামোর উন্নতি করে চলেছে কর্তৃপক্ষ৷ থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ দুবাইয়ে বিশেষ দপ্তর খুলেছে৷ ব্যাংকক'এর সূবর্ণভূমি বিমানবন্দর ইসলামি বিশ্বের বাইরে মুসলিমদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে পরিচিত হয়ে উঠেছে৷
এসবি / ডিজি (এএফপি)