‘মৃত ব্যক্তিরা জঙ্গি ছিলেন না'
১২ জানুয়ারি ২০১৮বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তাঁরা এ তথ্য দেন৷
টেকনাফের বালুখালি ক্যাম্পে মিয়ানমারের রাখাইন প্রদেশের ইনদিন গ্রাম থেকে পালিয়ে আসা ৩০ বছর বয়সি যুবতী মারজান এএফপিকে বলেন, স্থানীয় রাখাইন সম্প্রদায়ের একদল লোক সেনাবাহিনীর সহায়তায় তাঁদের গ্রামে আক্রমণ করে৷
‘‘তারা ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা পুরুষকে নিয়ে বৈঠক করার কথা বলে নিয়ে যায়৷ পরে তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি৷'' বলছিলেন মারজান৷
তাঁরা ছিলেন সাধারণ রোহিঙ্গা
মারজান জানান, তাঁর স্বামীও সেই দলে ছিলেন৷ পরে অন্যদের কাছ থেকে জানতে পারেন যে, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে৷
‘‘ওঁরা আমাকে বললেন যে, আমার স্বামীর লাশ অন্যদের সঙ্গে একটি গণকবরে পাওয়া গেছে৷''
হোসেইন আহাম্মাদ নামের ইনদিন গ্রামের আরেক যুবক এএফপিকে জানান যে, যাঁদের হত্যা করা হয়েছে তাঁরা সবাই সাধারণ রোহিঙ্গা গ্রামবাসী ছিলেন৷ ‘‘তাঁরা এমনকি কোনো আন্দোলনেও কখনো যাননি৷'' বলেন তিনি৷
আন্তর্জাতিক তদন্ত
গেল বুধবারের আগ পর্যন্ত মিয়ানমার সেনারা মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করে আসছিলো৷
বুধবার দেশটির সেনাপ্রধানের অফিসের একটি ফেসবুক পোস্ট থেকে প্রথম ইনদিন গ্রামের গণকবরের সত্যতা স্বীকার করা হয় এবং বলা হয় যে, কয়েকজন গ্রামবাসী ও সেনাসদস্য মিলে ১০ জন রোহিঙ্গাকে হত্যা করেছে৷ তবে নিহতদের ‘বাঙালি জঙ্গি' বলে আখ্যায়িত করা হয়৷
এদিকে, এই ফেসবুক পোস্টের পর ব্যাপক সাড়া পড়েছে বিশ্বজুড়ে৷ মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাযজ্ঞকে ‘আইসবার্গের উপরিভাগ' বলে অভিহিত করেছে৷ বলেছে, এমন অসংখ্য গণহত্যা, ধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেবার ঘটনার তথ্য প্রমাণ আছে তাদের কাছে৷ তাঁরা এসব ঘটনার আন্তর্জাতিক তদন্তের ডাক দিয়েছে৷
ইইউ ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
রোহিঙ্গাদের হত্যার বিষয়টি বড় আকারে তদন্তের দাবি করেছে ইউরোপীয় ইউনিয়নও৷ মুসলিম দেশগুলোও বলছে যে, বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার৷
মিয়ানমার সেনাদের স্বীকারোক্তিকে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্কট মার্সিয়েল৷
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক ফোরামে তিনি বলেন, ‘‘আমি এই ঘটনার আরো স্বচ্ছ তদন্ত আশা করব৷ একইসঙ্গে দোষীদের বিচারের আওতায় আনা দরকার৷ কারণ, এটি শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের দায় নয়, এটি তাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যও গুরুত্বপূর্ণ৷ ''
রোহিঙ্গা ফেরত আনতে জাপানের অর্থ
এদিকে, অং সান সূকির সঙ্গে দেখা করে জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো রোহিঙ্গাদের দ্রুত ফেরত আনার তাগিদ দিয়েছেন৷ শুক্রবার নেপিদোতে সু চি'র সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে হবে৷
রাখাইনে শান্তি ফেরত আনা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়া লাখো শরণার্থীকে ফেরত এনে তাদের পুনর্বাসনের জন্য মিয়ানমারকে ১৮০ কোটি টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছে জাপান৷
সু চি এই অর্থ সহায়তা দেবার অঙ্গিকার করবার জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানান৷
রয়টার্সের সাংবাদিকদের সাজা
এদিকে, ঔপনিবেশিক যুগের ‘অফিসিয়াল সিক্রেসি' আইনে গ্রেফতার করা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লন ও কিঁয় সোয়ের ১৪ বছরের জেল হয়ে যেতে পারে৷ আদালত তাঁদের জামিন আবেদন এখনো মঞ্জুর করেননি৷ গত ১২ই ডিসেম্বর ইয়াঙ্গুনের কাছের একটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়৷ পুলিশের আমন্ত্রণেই সেখানে গিয়েছিলেন তাঁরা৷ তাঁরা দু'জন রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন৷
গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে৷ জাতিসংঘ রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানকে ‘জাতিগত নিধন' বলে আখ্যা দিয়েছে৷ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দাবি, তারা চরম মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে৷
জেডএ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)