1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেঘকে জিজ্ঞাসাবাদ ‘অবৈধ'

১৬ নভেম্বর ২০১২

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি না হওয়ায় নিন্দা জানিয়েছে ‘রিপোটার্স উইদাউট বর্ডার্স'৷ শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি ঐ দম্পতির ছয় বছরের ছেলে মেঘকে জিজ্ঞাসাবাদ করা ‘অবৈধ' ও ‘অমানবিক' বলে মন্তব্য করেছে৷

https://p.dw.com/p/16kMD
ছবি: DW

বিবৃতিতে অবিলম্বে মেঘকে জিজ্ঞাসাবাদ বন্ধ করার আহ্বান জানিয়েছে রিপোটার্স উইদাউট বর্ডার্স৷ ঐ দম্পতির পরিবারের সদস্যরা ব়্যাবের এই জিজ্ঞাসাবাদকে এক ধরণের শাস্তি বলে মনে করছে, মন্তব্য ফ্রান্স ভিত্তিক সংস্থাটির৷

‘‘ছয় বছরের একটি ছেলে, যে ইতিমধ্যেই তার বাবা-মা'র হত্যার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তাকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করে যাওয়া অবৈধ ও অমানবিক একটা কাজ,'' বলছে রিপোটার্স উইদাউট বর্ডার্স৷

অবিলম্বে এই ধরণের তদন্তে হস্তক্ষেপ করতে এবং তা বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি৷ তাদের মতে, ব়্যাবকে এই মামলার দায়িত্ব দেয়া ঠিক হয়নি৷ এর জন্য শুরু থেকেই একটা বিশেষ তদন্ত কমিশন গঠন করা উচিত ছিল৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিপোটার্স উইদাউট বর্ডার্স বলেছে, ‘‘আপনি ঠিকই বলেছেন যে, সরকারের পক্ষে প্রত্যেক বেডরুমের সামনে একজন করে নিরাপত্তা প্রহরী দেয়া সম্ভব নয়৷ কিন্তু প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেয়া আপনার দায়িত্ব৷''

সাংবাদিক ও ব্লগার আবু সুফিয়ান রিপোটার্স উইদাউট বর্ডার্সকে ইমেলে জানিয়েছেন, ‘‘ব়্যাবের সদর দপ্তরে মানসিকভাবে বিপর্যস্ত একটা শিশুকে তদন্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করার ঘটনায় পুরো জাতি বিস্মিত৷ টিভি ক্যামেরার সামনে কালো পোশাক পরে ব়্যাব তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং এটাকে তদন্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে – যা ঐ শিশুটির অধিকারের লঙ্ঘন৷''

মেঘের মামা জানিয়েছেন, গত ৩১ অক্টোবর মেঘকে উত্তরায় ব়্যাবের সদর দপ্তরে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়৷ যদিও সে কোনো প্রশ্নের উত্তর দিতে সমর্থ হয়নি৷ মেঘের চিকিৎসকরা জানিয়েছেন যে, এভাবে বারংবার জিজ্ঞাসাবাদ মেঘের জন্য মনস্তাত্ত্বিক ও দৈহিক সমস্যার কারণ হতে পারে৷

তবে ব়্যাবের মুখপাত্র একে তদন্ত বলতে রাজি নন৷ তিনি বলছেন, মেঘ এর আগেও ব়্যাব সদর দপ্তরে গিয়েছে এবং জিজ্ঞাসাবাদের সময় তার মামা উপস্থিত ছিলেন৷ তবে মেঘের মামা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় মেঘ বেশ কয়েকবার রাগ প্রকাশ করেছে৷

জেডএইচ / এসবি (আরএসএফ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য