মেসিদের সাফল্যে মূল্যস্ফীতি ভুলে থাকছেন আর্জেন্টিনাবাসী
১৮ ডিসেম্বর ২০২২কারখানায় কাজ করা শ্রমিক অ্যাকস্টা বলছেন, ‘‘ফুটবল আমাদের প্রতিদিনের সমস্যা কিছুটা ভুলে থাকতে সহায়তা করছে৷ আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, কিন্তু অন্তত আমরা খুশি হব৷''
বিশ্বকাপ শুরুর পর থেকে বাড়ি হোক কিংবা বার, সব জায়গায় সমর্থকেরা টিভির সামনে ভিড় করেছেন৷ রাজধানী বুয়েনস আইরেসে ফ্যান জোনও তৈরি করা হয়েছে৷ ফাইনালে জিতে ৩৬ বছরের অপেক্ষা ঘুচানোর অপেক্ষায় থাকবেন সমর্থকরা৷ ‘‘অনেকে জয়টা চাইছেন৷ যদিও তারা জানেন, এটা শুধুই একটি খেলা, অর্থনৈতিক দুরবস্থা সম্পর্কে তারা ভালোই অবগত আছেন,'' এএফপিকে বলেন ৩৮ বছর বয়সি হাসপাতালকর্মী লুক্রেসিয়া প্রেসডিগার৷
আর ডিজাইনার টনি মলফেস বলছেন, আর্জেন্টিনা জিতলে সেটা মানুষকে ‘কিছুটা মুক্তি দিবে, মানুষ কিছুক্ষণ মুক্তভাবে নিশ্বাস নিতে পারবে, ক্ষণিকের জন্য হলেও আনন্দ পাবে - যা আমাদের পাওনা৷''
আর্জেন্টিনার শ্রমমন্ত্রী কেলি অলমোস বলেন, ১৯৭৮ সালের আর্জেন্টিনা যখন প্রথম বিশ্বকাপ জিতেছিল তখন দেশে স্বৈরতন্ত্র ছিল৷ ‘‘আমরা জানতাম না কাল কী হবে, কিন্তু যখন আর্জেন্টিনা জিতে গেল তখন আমরা সব ভুলে রাস্তায় উৎসবে মেতে উঠেছিলাম,'' বলেন তিনি৷ ‘‘এরপর আবার সবাই বাস্তবে ফিরে গিয়েছিল,'' যোগ করেন শ্রমমন্ত্রী৷
নভেম্বরে প্রকাশিত এক জরিপ বলছে, তিন-চতুর্থাংশের বেশি আর্জেন্টাইন মনে করেন, বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার ফল মানুষের মনোবলের উপর প্রভাব ফেলবে৷ ৩২ শতাংশ উত্তরদাতা এও মনে করছেন, প্রায় ১০ মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের উপরও বিশ্বকাপের ফলের একটা প্রভাব থাকবে৷
জেডএইচ/এসিবি (এএফপি)