দামি জার্মান খেলোয়াড়
৪ সেপ্টেম্বর ২০১৩মাদ্রিদ ইতিমধ্যেই ‘প্রিন্স অফ ওয়েল্স' গ্যারেথ বেলকে ফ্যানদের সামনে পরিবেশন করে ফেলেছে৷ বেল-ও যতটা পারেন ভাঙা ভাঙা স্প্যানিশে ‘স্বপ্ন সফল হলো' ইত্যাদি বলে ফেলেছেন৷ ডেভিড বেকহ্যামের জার্সি বেচেই সেকালে ট্রান্সফারের খরচা প্রায় তুলে নিয়েছিল মাদ্রিদ৷ এবার বেলের জার্সি কেমন বিকোয় দেখা যাক৷
বেলের ট্রান্সফারের মতো ও্যজিলের ট্রান্সফারও শেষ দিনে – সোমবার৷ এরপর এ মরশুমের ট্রান্সফার উইনডো বন্ধ৷ কাজেই বেল-ও্যজিলের বহুমূল্য – বলতে কি, রেকর্ড ট্রান্সফার তো খবর হবেই, তায় নাটকীয়তায় যে কোনো সিটকমকে ছাড়িয়ে যায়৷ ফুটবল নামক যে আধুনিক ব্যবসায়টি আছে, তা-তে জার্সি বেচতে হলে চিত্রনাট্য এরকমই নিখুঁত হওয়া চাই৷
‘ও্যজিলকে বেচো না'
বেলের ট্রান্সফার দশ কোটি, ও্যজিলের পাঁচ কোটি৷ মনে রাখা সহজ, যেন কৌন বনেগা ক্রোড়পতি৷ বেলের ট্রান্সফারের ধাক্কায় রেয়াল থেকে ও্যজিলের বিদায়ে ফ্যানদের চোখে কোনো অশ্রুধারা বয়নি বলেই ধরে নেওয়া যায় – যদিও বেলকে ফ্যানদের সামনে উপস্থাপন করার সময়েও কয়েক হাজার ফ্যান ‘ও্যজিলকে বেচো না' শালু তুলে ধরেছিল৷
ওদিকে আর্সেনালের ফ্যানরাও খুশি, কেননা গানারদের কোষে বেশ কিছু মিলিয়ন জমেছিল; সেগুলোর সদ্ব্যবহার করে কোনো নামি-দামি প্লেয়ার কেনা হোক, এটাই ছিল আর্সেনালের ফ্যানদের দাবি কিংবা প্রত্যাশা৷ কোচ আর্সেন ওয়েঙ্গার সে প্রত্যাশা পূরণ করলেন খোদ রেয়াল থেকে প্লে-মেকার ও্যজিলকে এনে৷ জার্মান জাতীয় দলে ও্যজিলের দু'জন সতীর্থ, পের মের্টেসাকার এবং লুকাস পোডোলস্কি ইতিমধ্যেই গানারদের হয়ে খেলছেন৷ কাজেই ও্যজিলের কাছেও লন্ডন এক ধরনের হোম অ্যাওয়ে ফ্রম হোম হয়ে উঠবে বলেই ধরে নেওয়া যায়৷
শেষমেষ খেলতে হবে সকলকেই
ও্যজিলের বাবা মুস্তাফা ও্যজিলের সূত্রে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, মেসুত ও্যজিল নাকি গানারদের কাছ থেকে পাঁচ বছরের কনট্র্যাক্ট পাচ্ছেন৷ ও্যজিল নিজে তাঁর ঝটিতি ট্রান্সফারের ব্যাপারটা চমৎকার ম্যানেজ করেছেন৷ কয়েকদিন আগেও তাঁকে বলতে শোনা গেছে, বেল আসুক আর যে-ই আসুক, ও-তে তিনি ভয় পান না; তাঁর নাকি রেয়াল মাদ্রিদ ছাড়ার কোনো পরিকল্পনা নেই৷
কিন্তু ও্যজিলের মতো একজন ২৪ বছর বয়সি প্লেয়ারকে – তা সে যত বড় স্টারই হোক না কেন – নরম করার পন্থা রেয়ালের স্ট্র্যাটেজিস্টরা জানেন৷ গত রবিবারেও অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে ৯০ মিনিটের ম্যাচে রেয়ালের নতুন কোচ কার্লো অ্যানসেলত্তি ও্যজিলকে সারাটা সময় বেঞ্চে বসিয়ে রেখেছেন৷ রেয়াল জেতে ৩-১ গোলে৷ তারপর স্টেডিয়ামেই ফ্যানদের সামনে রাজকীয় কায়দায় প্রিন্স অফ ওয়েল্স গ্যারেথ বেলকে পরিবেশন করা হয়৷ এ সবের পর যখন আর্সেন ওয়েঙ্গার ও্যজিলের সঙ্গে নিজে আলাপ করে তাঁকে আর্সেনালে আসার সাদর আমন্ত্রণ জানান, তখন ও্যজিলের না বলার মতো অবস্থা ছিল না বলে ধরে নেওয়া যেতে পারে৷
ও্যজিল সানন্দে হ্যাঁ বলেছেন৷ গানারারা খুশি৷ সবচেয়ে খুশি জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ: ও্যজিল মাদ্রিদেই থাকুন আর লন্ডনেই যান, ল্যোভের প্রয়োজন এমন একজন ও্যজিল, যাঁর মাথায় অন্যান্য নানা চিন্তা ঘুরছে না৷ বিশ্বকাপের কোয়ালি-র ‘গরম পর্যায়' শুরু হতে চলেছে৷ এবার ও্যজিলের ‘মাথা যখন পরিষ্কার', তখন ল্যোভ দেখছেন, ব্রাজিলে নামার জন্য ল্যান্ডিং রান শুরু হয়েছে৷
এসি/ডিজি (ডিপিএ)