1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর আগমনের প্রতিরোধ বনাম সরকারি অবস্থান

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৭ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানে অতিথি এবং প্রধান বক্তা হিসেবে অংশ নেয়ার কথা নরেন্দ্র মোদীর৷ কিন্তু  দিল্লিতে শুরু হওয়া মুসলমান হত্যা ও নির্যাতনের প্রেক্ষাপটে মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে প্রতিবাদ প্রবল হচ্ছে৷

https://p.dw.com/p/3YWbb
USA New York | Narendra Modi pricht zum Climate Action Klimagipfel
ছবি: Getty Images/S. Keith

প্রতিবাদীরা বলছেন,‘মোদী একজন সাম্প্রদায়িক ব্যক্তি৷ তার সরকারের মদতেই ভারতে মুসলিম নিপীড়ন চলছে৷ তাকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি করা হলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে৷ তাই সরকারের উচিত হবে তাকে এই অনুষ্ঠানে না আনা৷'

সরকারের তরফে অবশ্য বলা হচ্ছে মোদীকে দিল্লিতে দাঙ্গা শুরুর অনেক আগেই আমন্ত্রণ জানানো হয়েছে৷ আর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেই বিবেচনাই ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ জানা গেছে  দিল্লির সাম্প্রতিক মুসলিম হত্যা এবং নিপীড়নের ঘটনায় সরকার মোদীকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে থাকলেও মোদীকে অনুষ্ঠানে আনার সব প্রক্রিয়াই চলছে৷

দিল্লিতে গত পাঁচদিনের হামলায় এপর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন৷ টার্গেট করে মুসলমানদের ওপর হামলা হচ্ছে৷ আর এই হামলা হচ্ছে মোদী সরকার ও তার দল বিজেপির মদতে৷ এই হামলা ও নিপীড়ন বাংলাদেশেও তীব্র প্রতিক্রিয়া তৈরি করছে৷ আর যার প্রকাশ ঘটছে মোদীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে  না আনার দাবির মধ্য দিয়ে৷

ডা. জাফরুল্লাহ চৌধুরী

এরইমধ্যে ঢাকায় বিভিন্ন প্রগতিশীল দল সংগঠন  প্রতিবাদ কর্মসূচি পালন শুরু করেছে৷  ছাত্র সংগঠনগুলোও মাঠে নেমেছে৷ বিশেষ করে ডাকসুর ভিপি নুরুল হক নুর মোদীর ঢাকা সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছেন৷ ইসলামি রাজনৈতিক দলগুলোও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে৷  বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে৷ তবে তারা এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত এখনো নেয়নি৷

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মোদীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে না আনার আহ্বান জানিয়েছেন৷ তিনি মনে করেন সরকার যদি শেষ পর্যন্ত মোদীকে অতিথি করে আনে তাহলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷ তিনি বলেন,‘‘শেখ মুজিব একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন৷ তার জন্মশতবার্ষিকীতে নরেন্দ্র মোদীর মত একজন ধর্মান্ধ,  চরম সাম্প্রদায়িক এবং উগ্রবাদী ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে৷ মোদীকে আমন্ত্রণ মানে বঙ্গবন্ধুকে ছোট করা তার সম্মানহানি করা৷

আমাদের প্রধানমন্ত্রী যেভাবে মনে করছেন মোদী আসলে ভারতের সাথে সম্পর্ক আরো ভালো হবে তাতে তিনি হয়তো সাধারণ মানুষের আহ্বানকে আমলে নেবেন না৷''

জোনায়েদ সাকি

বিভিন্ন বাম সংগঠন এবং বাম গণতান্ত্রিক ঐক্য মোদীর ঢাকা আসার আগেই কর্মসূচি দিয়েছে৷ গণসহংতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, আগামীকাল তারা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন৷ আর ১৫ এবং ১৬ মার্চেও তাদের প্রতিবাদ কর্মসূচি আছে৷ জোনায়েদ সাকি বলেন,‘‘মোদী পুরো দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতার বিষবাস্প ছাড়াচ্ছেন৷ এনআরসি আর সিএএর মাধ্যমে ভারতে হিন্দু রাষ্ট্র বানাচ্ছেন৷ এখন শুরু হয়েছে মুসলিম নিধন৷ সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়৷  বাংলাদেশও মোদী সরকারে কারণে ক্ষতির শিকার৷''

এদিকে জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি জুনায়েদ আল হাবিব জানান, তারা সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে কথা বলছেন৷ সবাই মিলে মোদীর বাংলাদেশে আসার বিরুদ্ধে কর্মসূচি দেবেন৷ তবে বিএনপি দলীয়ভাবে কী অবস্থান নেবে না এখনো নিশ্চিত না হলেও দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন,‘‘শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতা৷ আর নরেন্দ্র মোদী ফ্যাসিবাদের নেতা৷ তাই শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নরেন্দ্র মেদীকে আমন্ত্রণ মেনে নেয়া যায়না৷ দেশের মানুষ এটা গ্রহণ করবেনা৷''

বিভিন্ন গ্রগতিশীল ছাত্র সংগঠননও মোদীর বাংলাদেশে আসার বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ বুধবার তারা শাহবাগে কর্মসূচি পালন করেছে৷ আগামীকাল থেকে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করবে৷ ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন,‘‘আমরা সরকারকে আহ্বান জানিয়েছি নরেন্দ্র মোদীকে যেন  না আনা হয়৷ প্রয়োজনে তার আমনকে প্রতিহত করতে আমরা কর্মসূচি দেব৷''

তবে সরকার মোদীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আনার ব্যাপারে অনঢ় রয়েছে৷ মোদীও সম্মতি জানিয়ে তার প্রবল আগ্রহের কথা জানিয়েছেন৷ আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার সচিবালয়ে বলেছেন,‘‘ভারতের এই পরিস্থিতির অনেক আগেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ভারতে যা কিছু হচ্ছে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়৷ সেই বিষয়ে আমাদের নক গলানো উচিত হবে না৷ বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা অপরিসীম৷ তারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে৷ তাই ভারতকে বাদ দেয়ার চিন্তা অকল্পনীয়৷''

এদিকে কূটনৈতিক সূত্রে কথা বলে জানাগেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর ঢাকা আসা চূড়ান্ত৷ বাংলাদেশের পক্ষ থেকে এটা বাতিলের কোনো চিন্তা বা সুযোগ নেই৷ তবে যদি শেষ মুহূর্তে মোদী কোনো জরুরি কারণে কর্মসূচি বাতিল করেন সেটা আলাদা কথা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য