1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর ‘একজন নারী হওয়া সত্ত্বেও' মন্তব্যের সমালোচনা

৮ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে ভারত ও বাংলাদেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অনেক মন্তব্য করছেন৷ তবে ভারতীয়দের মোদীর একটি বক্তব্যের ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে৷

https://p.dw.com/p/1FdJB
Bangladesch Ankunft Narendra Modi Premierminister Indien
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

রবিবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের নানা শ্রেণি পেশার লোকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মোদী বলেন, ‘‘জঙ্গিবাদকে কীভাবে মোকাবিলা করা হবে, তা কেউ জানে না৷ জাতিসংঘও সে পথ দেখাতে পারছে না৷ কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী হয়েও এ নিয়ে ‘জিরো টলারেন্স' দেখানোর কথা বলেছেন৷'' মোদীর এই ‘নারী হয়েও' কথাটিরই সমালোচনা করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারী ভারতীয়রা৷

মোদীর এই বক্তব্য নিয়ে টুইটারে আলোচনার খবর প্রকাশ করেছে ‘টাইমস অফ ইন্ডিয়া'৷

সোনা মহাপাত্র অবশ্য মনে করেন, মোদীর এই বক্তব্যে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই৷ কারণ এতে ভারতের অধিকাংশ মানুষেরই মনোভাব প্রতিফলিত হয়েছে৷

‘ট্রুথ অফ গুজরাট' নামের একটি প্রচারণা কর্মসূচির টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে৷

করণ থাপাড় গত এপ্রিলে করা মোদীর আরেকটি মন্তব্য টুইট করেছেন৷ সেসময় মোদী বলেছিলেন, ‘‘যদি মেয়েরা পণ্য বিক্রি করে তাহলে বিক্রি বাড়বে৷''

মোদীর এই বক্তব্য নিয়ে সমালোচনা হলেও তিনি তাঁর বক্তব্যের অন্য অংশে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অগ্রগতির প্রশংসা করেন৷ তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়নে বাংলাদেশের যে অগ্রগতি, তাতে হয়ত এখানকার পুরুষদের হিংসা হয়৷ এখানকার প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহউপাচার্যও নারী৷ এটি শুনে গর্ব হওয়ার কথা বলেন তিনি৷ তিনি বলেন, আজও বিশ্বের অনেক দেশে মহিলাদের রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকার করার মানসিকতা নেই৷ অথচ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ডে এটি বারবার হয়েছে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য