1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর ‘ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেন’

গাব্রিয়েল ডোমিনগেজ/এপিবি১০ অক্টোবর ২০১৪

নতুন ভারত গড়ার পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে পরিষ্কার-পরিচ্ছন্ন একটি দেশে পরিণত করার স্বপ্ন দেখছেন৷ এর অর্থ হলো, ঘরের শৌচাগার থেকে শুরু করে বড়-ছোট সব রাস্তাঘাট হবে স্বাস্থ্যকর আর জঞ্জালমুক্ত৷

https://p.dw.com/p/1DT04
Modi Sauberkeit Kampagne 02.10.2014
ছবি: UNI

সে স্বপ্ন বাস্তবায়ন করতে বক্তৃতায় থেমে না গিয়ে নিজেই ঝাড়ু হাতে মাঠে নেমেছিলেন মোদী৷ সম্প্রতি লাখো স্কুল শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষ এই পরিচ্ছন্ন অভিযানে যোগ দেয়৷ পাঁচ বছরের এই কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেন' বা ‘পরিচ্ছন্ন ভারত অভিযান', যা ২রা অক্টোবর ভারতের কিংবদন্তি নেতা মহাত্মা গান্ধীর জন্মদিবসে শুরু করা হয়৷ যেহেতু সেদিন রাষ্ট্রীয় ছুটি থাকে, তাই দেশটির ৪০ লাখ সরকারি কর্মকর্তা ও কয়েক লাখ শিক্ষার্থী ঝাড়ু নিয়ে রাস্তায় নেমে পড়ে৷

মোদী তাঁর সরকারের কাজকর্মের মধ্যে জনস্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন৷ বিশেষ করে প্রতিটি স্কুলে শৌচাগার স্খাপনের বিষয়টিতে জোড় দিয়েছেন তিনি৷ নতুন দিল্লি ভিত্তিক সুলভ ইন্টারন্যাশনাল স্যোশাল সার্ভিস অর্গানাইজেশন-এর প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক ডয়চে ভেলেকে এক একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘‘এই প্রচারণা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বলেই আমি মনে করি৷ তবে এটাকে কার্যকর করতে আরো দীর্ঘপথ পাড়ি দিতে হবে৷''

Dr. Bindeshwar Pathak Porträt
সুলভ ইন্টারন্যাশনাল স্যোশাল সার্ভিস অর্গানাইজেশন-এর প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠকছবি: Sulabh International Social Service Organization

ডয়চে ভেলে: নরেদ্র মোদীর ‘পরিচ্ছন্ন ভারত অভিযান'-এর মূল লক্ষ্য কি?

বিন্দেশ্বর পাঠক: এই অভিযানের মূল প্রেরণা মহাত্মা গান্ধীর আদর্শ৷ মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য লড়াইয়ে প্রথম গুরুত্ব দিয়েছিলেন পরিচ্ছন্নতাকে৷ স্বাধীনতা অর্জন কিন্তু ছিল এর পরের প্রাধান্য৷ অথচ গান্ধীজী নিহত হওয়ার পর থেকে এই অভিযান বন্ধ হয়ে যায়৷

ভারতের কিছু মানুষ নিজস্ব পরিচ্ছন্নতার কথা ভাবলেও জনস্বাস্থ্যের পরিচ্ছন্নতার কথা ভাবে না৷ রাস্তা ঘাটে, বাড়ির সামনে, রাস্তার উপর যেখানে সেখানে আবর্জনা ফেলে, রাস্তায় স্তূপ করে রাখে৷ প্রধানমন্ত্রী মোদী মানুষের এই আচরণে পরিবর্তন আনার কথা ভেবেছেন আর সে কারণেই এই অভিযান, যার শুরুটা বেশ ভালোভাবেই হয়েছে৷ নিজ হাতে তার ঝাড়ু তুলে নেয়া দেশের বেশিরভাগ মানুষকেই অনুপ্রেরণা যুগিয়েছে৷

ভারতের পরিচ্ছন্নতা সমস্যা কতটা ভয়াবহ, বিশেষ করে শহরগুলোতে?

শহরগুলোর অবস্থা বেশ খারাপ৷ কারণ দেশের জনসংখ্যার অর্ধেক, অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে৷ এখনও অনেক জায়গায় মানুষের মল পরিষ্কার করে অচ্ছুত শ্রেণির মানুষ৷

Müll am Strand Bombay
রাস্তার উপর যেখানে সেখানে আবর্জনা ফেলে, রাস্তায় স্তূপ করে রাখেছবি: dapd

গণশৌচারগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ, এমনকি সরকারি ভবনগুলোতেও শৌচাগার ভীষণ নোংরা৷ এছাড়া এসব জায়গায় যেখানে সেখানে ময়লা পড়ে থাকে৷ ফলে মোদীর এই প্রচারাভিযানের ফলে মানুষ কিছুটা হলেও সচেতন হবে৷

ভারতে আবর্জনা সমস্যার পেছনে মূল কারণটা কি?

বেশ কিছু কারণ রয়েছে৷ এর মধ্যে প্রথম হলো – ভারতের কর্তৃপক্ষের পরিচ্ছন্নতার দিকে কোনো নজর নেই৷ দ্বিতীয়ত পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয় কর্মকর্তাদের যথেষ্ট অর্থ দেয়া হয় না৷ এর আগে স্থানীয় কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে ট্যাক্স নেয়ার প্রচলন থাকলেও, পরে তা উঠিয়ে দেয়ায় এ ব্যাপারে অর্থ খরচ করতে চায় না কর্তৃপক্ষ৷

প্রচারাভিয়ানের বর্তমান অবস্থা কী?

ব্যাপারটা হলো নরেন্দ্র মোদী নিজ হাতে ঝাড়ু তুলে নিয়ে জনগণকে এটাই বোঝাতে চেয়েছেন যে, খোলা জায়গা বা ‘পাবলিক প্লেস' পরিষ্কার রাখা প্রতিটি মানুষের দায়িত্ব৷ এর আগে কোনো সরকারি কর্মকর্তা এ ধরনের উদ্যোগ নেননি৷ কিন্তু সেই কর্মকর্তারাও বাধ্য হয়েছেন ঝাড়ু হাতে রাস্তায় নামতে৷ এমনকি প্রথমবারের মতো নিজেদের অফিস নিজেরাই পরিষ্কার করেছেন তারা৷ এই কর্মকর্তাদের কিছু জোর করতে হয়নি৷ যখন তাঁরা দেখেছেন প্রধানমন্ত্রী স্বয়ং এ কাজে নেমেছেন তখন তাঁরাও স্বেচ্ছায় এ কাজে নেমে পড়েছেন৷

আপনার কি মনে হয় এই অভিযানের ফলে আসলেই বর্তমান সমস্যাগুলোর সমাধান হবে?

এটা কেবল একটি প্রচারাভিযান এবং এটা এখানেই শেষ নয়৷ এখন প্রয়োজন এটাকে কার্যে পরিণত করা৷ কর্তৃপক্ষকেই এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিতে হবে৷ পাবলিক প্লেস যাতে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেটা দেখার এবং আর্বজনা ঠিকভাবে সরানো হচ্ছে এবং পুড়িয়ে ফেলা হচ্ছে কিনা – এ সব তাদেরই তত্ত্বাবধান করতে হবে৷ আবর্জনা রিসাইক্লিং-এর ব্যাপারটাও গুরুত্বের সাথে তত্ত্বাবধান করা দরকার তাদের৷

২০১৯ সালে হবে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী৷ সে দিনটি সামনে রেখে পাঁচ বছরব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান চলবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য