চুরি রুখতে নতুন প্রস্তাব
২১ নভেম্বর ২০১৩উপায় রয়েছে৷ সব চোরাই ফোন পুরোপুরি বিকল হয়ে গেলে চোরের কি আর আগ্রহ থাকবে? ঠিক এই যুক্তিতেই প্রতিটি নতুন ফোনের মধ্যে একটি বিশেষ গুণ ঢোকাতে চায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স৷ এই ‘কিল সুইচ' ফোনটিকে পুরোপুরি বিকল করে দেবে৷ তখন সেটিকে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না৷ অতএব মোবাইল ফোন চুরি করার ‘প্রেরণা'-ও আর থাকবে না৷
উত্তম প্রস্তাব, সন্দেহ নেই৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বড় মোবাইল পরিষেবা সংস্থাগুলি এর বিরোধিতা করছে৷ তাদের যুক্তিও ফেলনা নয়৷ ফোনের মধ্যে এমন ‘কিল সুইচ' থাকলে হ্যাকারদের পোয়াবারো৷ তারা তখন ইচ্ছামতো যে কোনো মোবাইল ফোন অকেজো করে দিতে পারবে৷
অ্যামেরিকায় বিষয়টি নিয়ে এত তর্ক-বিতর্কের কারণও রয়েছে৷ পরিসংখ্যান অনুযায়ী সে দেশে ডাকাতির যত ঘটনা ঘটে, তার প্রতি তিনটির মধ্যে একটি ক্ষেত্রে মোবাইল ফোনও হাতছাড়া হয়৷ হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের কারণে শুধু গত বছরই সাধারণ ভোক্তাদের প্রায় ৩,০০০ কোটি ডলার ক্ষতি হয়েছে৷
নিউ ইয়র্ক কর্তৃপক্ষ এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ শুরু করেছে৷ এর আওতায় তারাই মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানিদের কাছে ‘কিল সুইচ' তৈরি করার দাবি জানায়৷ স্যামসাং সেই ডাকে সাড়া দিয়ে তাদের প্রস্তাব পেশ করে৷ এখন এটিঅ্যান্ডটি থেকে শুরু করে বড় বড় মার্কিন মোবাইল পরিষেবা কোম্পানিগুলি তাদের আপত্তি জানিয়েছে৷ এর পেছনে বাণিজ্যিক কারণও দেখতে পাচ্ছে কর্তৃপক্ষ৷ বর্তমানে দামি স্মার্টফোনের বিমা বাবদ কোম্পানিগুলি গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি ডলার বাড়তি আয় করে৷
এমন স্বার্থের সংঘাতের কারণে আপাতত গ্রাহকদের সামনে কোনো সহজ পথ খোলা নেই৷ স্যামসাং কোম্পানি আপাতত তাদের গ্যালাক্সি স্মার্টফোনের জন্য ‘কিল সুইচ' জাতীয় পরিষেবা শুরু করেছে, তবে এর জন্য গ্রাহককে বাড়তি মাশুল গুনতে হচ্ছে৷ অন্যান্য মোবাইল প্রস্তুতকারক বা পরিষেবা কোম্পানিগুলিও চোরাই বা হারিয়ে যাওয়া ফোন ‘ট্র্যাক' করতে নানা রকম উপায় বার করেছে৷ তবে শুরু থেকেই গ্রাহককে সেই প্রক্রিয়া ‘সেটআপ' করতে হয়৷ মোবাইল ফোনের নিরাপত্তার জন্য সহজ, বিস্তৃত ও স্থায়ী সমাধানের জন্য তাদের আরও অপেক্ষা করতে হবে৷
এসবি/ডিজি (এপি)