1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন আইফোন

১২ সেপ্টেম্বর ২০১৩

অ্যাপল কোম্পানি এই প্রথম অপেক্ষাকৃত সস্তার একটি মডেল তুলে ধরেও সমালোচনার মুখে পড়েছে৷ এছাড়া, এর দামি সংস্করণ আইফোন ফাইভএস-এও তেমন কোনো বড় চমক দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞরা৷

https://p.dw.com/p/19gBl
A woman tries the silver colored version of the new iPhone 5S after Apple Inc's media event in Cupertino, California September 10, 2013. REUTERS/Stephen Lam (UNITED STATES - Tags: BUSINESS SCIENCE TECHNOLOGY BUSINESS TELECOMS)
ছবি: Reuters

একটা সময় ছিল, যখন স্টিভ জবস আইফোনের নতুন মডেল হাতে মঞ্চে দাঁড়ালে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যেত৷ বিশ্বব্যাপী বিক্রির জোয়ারে হু হু করে উঠে যেত অ্যাপল কোম্পানির শেয়ারের মূল্য৷ কিন্তু দিনকাল বদলেছে৷ আইফোনের দু-দুটো নতুন মডেল পেশ করার এক দিন পর কোম্পানির শেয়ারের দাম বেশ পড়ে গেছে৷

কেন এমন অঘটন ঘটছে? বিশেষজ্ঞরা এর একাধিক ব্যাখ্যা দিচ্ছেন৷ প্রথমত রং-বেরংয়ের প্লাস্টিকের আইফোন ফাইভসি ও তার দামি সংস্করণ আইফোন ফাইভএস – এই দুই মডেলের মধ্যে তেমন কোনো নতুন চমক নেই৷ ফাইভএস মডেলে রয়েছে নতুন অ্যাপস প্রসেসর, উন্নত ক্যামেরা ও নতুন মোশান সেন্সর-এর নানা গুণাগুণ৷ ‘টাচ আইডি' নামের এক প্রযুক্তির সাহায্যে মালিকের আঙুলের ছাপ দিয়ে লক করা ফোন খোলা যাবে৷ তবে এ সব গুণাগুণ প্রত্যাশার তুলনায় এমন কিছু বেশি নয়৷ এর আগেও অবশ্য দেখা গেছে যে একই সিরিজের আইফোনের কোনো ‘এস' মডেল তেমন বাড়তি চমক আনতে পারে নি৷ ফলে আসল চমকের জন্য আইফোন সিক্স-এর জন্য অপেক্ষা করতে হবে বলেই অ্যাপল-ভক্তদের ধারণা৷

CUPERTINO, CA - SEPTEMBER 10: Apple Senior Vice President of Worldwide Marketing Phil Schiller speaks about the new iPhone 5C during an Apple product announcement at the Apple campus on September 10, 2013 in Cupertino, California. The company launched the new iPhone 5C model that will run iOS 7 is made from hard-coated polycarbonate and comes in various colors. (Photo by Justin Sullivan/Getty Images)
ছবি: Getty Images

তাছাড়া স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা মারাত্মক হারে বেড়ে গেছে৷ এই অবস্থায় অ্যাপল কোম্পানি এই প্রথম সস্তার একটি মডেল পেশ করলেও বিশেষ করে চীন ও ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে তেমন উচ্ছ্বাস জাগাতে পারে নি৷ কারণ আইফোনের সস্তার মডেল অনেকের কাছেই সস্তার মনে হচ্ছে না৷ মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ফাইভসি-র দাম ধরা হয়েছে প্রায় সাড়ে পাঁচশো ডলার৷ চীনে তা ৭০০ ডলারেরও বেশি৷ বিশেষ করে গুগলের ‘অ্যান্ড্রয়েড' অপারেটিং সিস্টেম ভরা স্যামসাং-এর মতো অনেক কোম্পানির উন্নত স্মার্টফোনের থেকে অনেক কম দামে পাওয়া যায়৷ অ্যাপল সেই বাজারে পা রাখতে পারবে, এমন সম্ভাবনা কম৷ এই অবস্থায় দামি ও সস্তার দুই আইফোন মডেল পরস্পরের জন্য উল্টে বাধা সৃষ্টি করতে পারে বলে অনেকে আশঙ্কা করছে৷

তবে গোঁড়া আইফোন ভক্তের সংখ্যাও কম নয়৷ নতুন মডেলের বায়না করতে জাপানে দোকানের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে৷ আগামী ২০শে সেপ্টেম্বর জাপানে নতুন দুটি মডেলের বিক্রি শুরু হবে৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য