ম্যার্কেলকে শেষ পর্যন্ত চান জার্মানরা
১৬ নভেম্বর ২০১৮আগামী মাসে আঙ্গেলা ম্যার্কেল তাঁর দল সিডিইউ-এর নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন৷ শুক্রবার গণমাধ্যম এআরডি'র শো-তে দেখানো হয় জার্মানির ডয়েচলান্ডট্রেন্ডের জরিপ৷
জরিপ বলছে, বিপুল সংখ্যক ভোটার চান, যাতে ম্যার্কেল ২০২১ সাল পর্যন্ত নির্ধারিত মেয়াদ শেষ করেন৷ তাঁর দলের তিন চতুর্থাংশ ভোটার মনে করেন, ম্যার্কেলের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখা উচিত৷ গ্রিন পার্টি, সমাজতান্ত্রিক বাম দল এবং এসপিডি'র ৫০ শতাংশেরও বেশি সমর্থক এ ব্যাপারে একমত৷ তবে যথারীতি কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি চায় ম্যার্কেলের দ্রুত পদত্যাগ৷
এদিকে, ম্যার্কেলের প্রতি নমনীয় হলেও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফারের প্রতি মোটেও নমনীয় নন ভোটাররা৷ সেহোফার সম্প্রতি সিডিইউ-র সহযোগী দল সিএসইউ-র প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন৷ প্রতি চারজন ভোটারের মধ্যে তিনজন মনে করেন, কেন্দ্রীয় সরকার থেকে সেহোফারের পদত্যাগ করা উচিত৷
ম্যার্কেলের উত্তরসূরি
জরিপে বেশিরভাগ ভোটার ম্যার্কেলের সহযোগী এবং সিডিইউ-এর মহাসচিব আন্নেগ্রেট ক্রাম্প-কারেনবাওয়ারকে দলে ম্যার্কেলের উত্তরসুরী হিসেবে এগিয়ে রেখেছেন৷ নিজের দলের ৪৬ শতাংশ সদস্যের সমর্থন রয়েছে ক্রাম্প-কারেনবাওয়ারের পক্ষে৷ এরপরে আছেন দলটির কোষাধ্যক্ষ ফ্রিডরিশ ম্যার্ৎস, তাঁর পক্ষে ৩১ শতাংশ সদস্যের সমর্থন রয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রী এবং ম্যার্কেলের সমালোচক ইয়েনস স্পাহনের পক্ষে সমর্থন রয়েছে মাত্র ১২ শতাংশ সদস্যের৷
গ্রিন পার্টির উত্থান
সাম্প্রতিক জরিপে গ্রিনদের উত্থান অব্যাহত আছে৷ জনপ্রিয়তার দিক থেকে তারা ম্যার্কেলের দলকে প্রায় ধরাশায়ী করে ফেলেছে৷ জরিপ অনুযায়ী, যদি রবিবার সাধারণ নির্বাচন হতো, তাহলে ২৩ শতাংশ জার্মান গ্রিন পার্টিকে ভোট দিত৷ তাদের চেয়ে মাত্র এক তৃতীয়াংশ বেশি ভোটার বলেছেন, তারা সিডিইউ বা সিএসইউকে ভোট দিতেন৷
তবে ম্যার্কেল সরকারের শরিক দল এসপিডি'র জনপ্রিয়তায় ভাটা পড়েছে৷ ১৪ শতাংশ ভোটার এসপিডি'র পক্ষে ভোট দেয়ার কথা বলেছেন৷ অন্যদিকে, সমপরিমাণ ভোটার কট্টর ডানপন্থি দল এএফডিকে ভোট দেয়ার কথা বলেছেন৷
আশুতোষ পাণ্ডে/এপিবি