যিশুর আর্বিভাব উদযাপনে ধূমপান
১১ জানুয়ারি ২০১৯বিজ্ঞাপন
পতুর্গালের ফেলে ডি সালগুয়েরোতে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধর্মীয় উৎসব ‘কিংস ফেস্ট’ পালিত হয়৷ এই উৎসবের অন্যতম প্রথা হলো, ছোট ছোট শিশুদের ধূমপানে উৎসাহিত করা৷ দুই দিনের এই উৎসবে ৫ বা তার বেশি বয়সি শিশুরা ধূমপান করতে পারে৷ এমনকি অভিভাবকরাও এটা স্বাভাবিক বলেই মেনে নেন৷ উৎসব চলাকালীন কোনো কোনো শিশু ৫০টি পর্যন্ত সিগারেট খান৷
গত বছর উৎসব চলাকালে এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন করে সিজিটিএন৷ তারা ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর এ পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৪ লাখ বার৷
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন প্রকাশের পর সম্প্রতি এই প্রথা বন্ধে উদ্যোগ নেয়ার কথা ভাবছেন স্থানীয় কর্তৃপক্ষ৷
এপিবি/এসিবি