1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যিশুর আর্বিভাব উদযাপনে ধূমপান

১১ জানুয়ারি ২০১৯

পতুর্গালের ছোট্ট শহর ফেলে ডি সালগুয়েরোতে প্রতি বছর যিশু'র আর্বিভাব দিবস উদযাপন উপলক্ষ্যে ছোট ছোট শিশুরা ধূমপান করে, যা একটি প্রথা৷ এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

https://p.dw.com/p/3BLy2
ছবি: Getty Images/P. De Melo Moreira

পতুর্গালের ফেলে ডি সালগুয়েরোতে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধর্মীয় উৎসব ‘কিংস ফেস্ট’ পালিত হয়৷ এই উৎসবের অন্যতম প্রথা হলো, ছোট ছোট শিশুদের ধূমপানে উৎসাহিত করা৷ দুই দিনের এই উৎসবে ৫ বা তার বেশি বয়সি শিশুরা ধূমপান করতে পারে৷ এমনকি অভিভাবকরাও এটা স্বাভাবিক বলেই মেনে নেন৷ উৎসব চলাকালীন কোনো কোনো শিশু ৫০টি পর্যন্ত সিগারেট খান৷

গত বছর উৎসব চলাকালে এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন করে সিজিটিএন৷ তারা ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর এ পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৪ লাখ বার৷

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন প্রকাশের পর সম্প্রতি এই প্রথা বন্ধে উদ্যোগ নেয়ার কথা ভাবছেন স্থানীয় কর্তৃপক্ষ৷

এপিবি/এসিবি