1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্য চাইলে ব্রেক্সিট ঠেকিয়ে রাখতে পারবে: ইইউ কোর্ট

১০ ডিসেম্বর ২০১৮

ইউরোপীয় কোর্ট অফ জাস্টিস (ইসিজে) বলেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা না করেও যুক্তরাজ্য চাইলে একা সিদ্ধান্ত নিয়ে ব্রেক্সিট থেকে সরে আসতে পারে৷

https://p.dw.com/p/39p0Z
Großbritannien Autokolonne Theresa May, Premierministerin
ছবি: Reuters/T. Melville

সোমবার এমন রায় দেয় ইসিজে৷ রায়টি এমন এক সময়ে এলো, যখনব্রেক্সিট সবশেষ চুক্তি নিয়ে যুক্তরাজ্যের সংসদে ভোটাভুটির একদিন বাকি৷ ভোট পেছানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

কথা ছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রেক্সিট চুক্তিটি সংসদে উত্থাপন করবেন৷ আর সংসদ সদস্যরা তার ওপর ভোটে অংশ নেবেন৷ ধারণা করা হচ্ছিল, টেরেসা মে'র চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন সংসদ সদস্যরা৷

রায়ে বলা হয়, ‘‘যুক্তরাজ্য স্বাধীনভাবে ইইউ থেকে নিজেদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে৷''

সোমবার মে জানান, তিনি সংসদে এ বিষয়ে একটি বিবৃতি দেবেন৷ এছাড়া ব্রেক্সিটের অন্য নেতারাও বক্তব্য দিতে পারেন৷ এ অবস্থায় অনেকেই ধারণা করছেন যে, ভোট পেছাতে পারে৷

২০ মাস আলোচনার পর তৈরিব্রেক্সিট চুক্তি নিয়ে মে'র কনজারভেটিভ পার্টিএবং যুক্তরাজ্য কয়েক ভাগে বিভক্ত৷ যাঁরা ব্রেক্সিটের কট্টর সমর্থক তাঁরা কোনো চুক্তি ছাড়াই ইইউ ছাড়তে রাজি৷ এছাড়া ব্রেক্সিটেরই বিপক্ষে আরেকটি জনপ্রিয় মতও চালু আছে৷

জেডএ/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য