1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফল্কসভাগেন-এর শনির দশা

টোমাস নয়ফেল্ড/এসি২২ সেপ্টেম্বর ২০১৫

গাড়ির এমিশনস টেস্ট, অর্থাৎ গাড়ি থেকে যে ধোঁয়া বেরোয়, তা পরীক্ষায় বিশেষ সফটওয়্যার ব্যবহার করে কাউন্ট কমিয়েছে ফল্কসভাগেন, এই মার্কিন অভিযোগ জার্মান গাড়ি নির্মাণ সংস্থাটিকে টলিয়ে দিয়েছে, লিখছেন ডিডাব্লিউ-র টোমাস নয়ফেল্ড৷

https://p.dw.com/p/1GaLX
USA, Symbolbild VW
ছবি: picture-alliance/dpa/E. S. Lesser

ফল্কসভাগেন প্রধান মার্টিন ভিন্টারকর্ন আগামী শুক্রবার সংস্থাটিকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা পেশ করতে চলেছিলেন৷ ওদিকে ফল্কসভাগেন-কে এখন ১৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের ধাক্কা সামলাতে হতে পারে৷ আর ভিন্টারকর্ন?

মার্কিন মুলুকে গাড়ি বেচা একটি ‘‘বিপর্যয়ে'' দাঁড়িয়েছে, ২০১৪-র গোড়াতেই বলেছিলেন ফল্কসভাগেন শ্রমিক পরিষদের প্রভাবশালী সভাপতি৷ তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রে ফল্কসভাগেন গাড়ি যে ঠিকমতো বিক্রি না হওয়ার – এবং ভোল্ফসবুর্গ ম্যানেজমেন্ট-এর অক্ষম প্রতিক্রিয়ার কথা৷ দেখা যাচ্ছে, সে কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে৷

খেই হারিয়ে

ভিন্টারকর্ন তাঁর স্বভাবসিদ্ধ দৃঢ়তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত করেছিলেন বটে, কিন্তু সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে ফল্কসভাগেন-এর কেনাবেচাকে তাঁর নিজের তাঁবে আনেন – যেটাকে একটা কৌশলগত প্রমাদ বলা চলতে পারে৷ ভিন্টারকর্ন চিরকালই নিজেকে প্রযুক্তি-পাগল ইঞ্জিনিয়ার হিসেবে ভাবতে ও উপস্থাপন করতে ভালোবাসেন৷ এছাড়া তাঁর নেতৃত্বে ফল্কসভাগেন-এর উৎপাদন দ্বিগুণ হয়ে বছরে এক কোটি গাড়িতে দাঁড়িয়েছে৷ এখন তাঁকে স্বীকার করতে হবে যে, তিনি কন্ট্রোল হারিয়েছেন৷

কেননা এমিশনস টেস্টে কারচুপি নিয়ে তদন্ত চলেছে গত ১৬ মাস ধরে৷ কাজেই ফল্কসভাগেন-এর ইঞ্জিনিয়াররা ব্যাপারটা ঠিক করার বহু সময় পেয়েছেন৷ তাহলে ভিন্টারকর্ন আর তাঁর লোকজন এতটা সময় ধরে কি করেছেন? দৃশ্যত টয়োটা-র সঙ্গে একযোগে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা ফল্কসভাগেন শুধু দ্রুত সম্প্রসারণ আর প্রবৃদ্ধির উপরেই জোর দিয়েছে৷ প্রায় প্রতি সপ্তাহে একটা করে নতুন মডেলের গাড়ি পেশ করা হয়েছে; প্রতিবছর চীন কিংবা দক্ষিণ অ্যামেরিকায় নতুন কারখানার উদ্বোধন করা হয়েছে৷ সংস্থার প্রধান হিসেবে মার্টিন ভিন্টারকর্ন বহু বছর ধরে ট্রেডমার্ক ফল্কসভাগেন গাড়িরও দায়িত্বে ছিলেন৷ সবে এই সেদিন তিনি সে' দায়িত্ব সাবেক বিএমডাব্লিউ ম্যানেজার হ্যারব্যার্ট ডিস-এর হাতে তুলে দেন – সম্ভবত বড় দেরিতে৷

ভুল আন্দাজ

ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘‘বিপর্যয়'' ক্রমেই আরো বড় আকার ধারণ করছে৷ কেননা বিগত কয়েক মাসে ফল্কসভাগেন-এর মার্কিন বিক্রি আরো কমেছে৷ আজ যখন ভিন্টারকর্ন ডিজেল গাড়িগুলির ধোঁয়া নির্গমন পরীক্ষায় কারচুপি সম্পর্কে দুঃখপ্রকাশ করে বলছেন যে, তিনি মার্কিন গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে চান – তখন দৃশ্যত তিনি পরিস্থিতি ঠিকমতো আন্দাজ করে উঠতে পারেননি৷ কেননা এই কেলেঙ্কারির আগে থেকেই মার্কিন খরিদ্দাররা অনেক বেশি করে ফোর্ড, জেনারেল মোটর্স অথবা টয়োটা গাড়ির দিকে ঝুঁকছিলেন৷

Neufeld Thomas Kommentarbild App
ডিডাব্লিউ-র টোমাস নয়ফেল্ড

ফল্কসভাগেন কোম্পানির এখন যা প্রয়োজন, তা হলো একটি নতুন নেতৃকাঠামো৷ সংস্থার একক ট্রেডমার্ক গাড়িগুলির জন্য আলাদা করে দায়িত্বশীল তত্ত্বাবধায়ক থাকা চাই, ভিন্টারকর্ন-এর একচ্ছত্র আধিপত্য হ্রাস করা প্রয়োজন৷ আগামী শুক্রবারের বোর্ড মিটিং-এ ভিন্টারকর্ন-এর ঠিক সেই প্রস্তাবই দেওয়া উচিত, যদি তিনি তাঁর চুক্তি মতো ২০১৮ সাল অবধি ফল্কসভাগেন প্রধান পদে টিঁকে থাকতে চান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য