যুক্তরাষ্ট্রে ‘বিটলস' আইএস জঙ্গির বিচার শুরু
৩০ মার্চ ২০২২সুদানে জন্মগ্রহণ করা আলশেখ শিশু বয়সে যুক্তরাজ্যে যান৷ আইএস-এ যোগ দিতে ২০১২ সালে তিনি সিরিয়া গিয়েছিলেন৷ সেখানে তিনি চারজনের একটি গ্রুপের সদস্য ছিলেন৷ ব্রিটিশ উচ্চারণের কারণে গ্রুপটি ব্রিটিশ ব্যান্ড ‘বিটলস'-এর নামে পরিচিত ছিল৷
৩৩ বছর বয়সী আলশেখের বিরুদ্ধে মার্কিন সাংবাদিক জেমস ফোলি ও স্টিভেন সটলফ এবং ত্রাণকর্মী পিটার কাসিগ ও কেয়লা ম্যুলারকে হত্যার অভিযোগ আনা হয়েছে৷ এছাড়া আলশেখের বিটলস গ্রুপ প্রায় ১৫ দেশের অন্তত ২৭ জনকে অপহরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে৷
অপহৃত হওয়া কয়েকজনকে তাদের দেশের সরকার অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিয়েছিল৷ বাকিদের গলা কেটে হত্যা করা হয় এবং সেই ভিডিও প্রকাশ করা হয়৷
আরেক সহযোগী ৩৭ বছর বয়সি আলেকজান্ডা কোটির সঙ্গে মিলে আলশেখ বন্দিদের দেখাশোনা করতেন৷ তারা বন্দিদের ওয়াটার-বোর্ডিং, ইলেকট্রিক শকসহ নানাভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে৷ বিচারের সময় তাদের কাছে নির্যাতনের শিকার হওয়া কয়েক বন্দির সাক্ষ্যগ্রহণ করা হবে৷
আলশেখ ও কোটি ২০১৮ সালে তুরস্কে পালিয়ে যাওয়ার সময় সিরিয়ার কুর্দি বাহিনীর হাতে ধরা পড়েন৷ পরে তাদের ইরাকে মার্কিন বাহিনীর কাছে হস্তান্তর করা হয়৷ ঐ বছরই তাদের নাগরিকত্ব বাতিল করে যুক্তরাজ্য৷
২০২০ সালের অক্টোবরে তাদের বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়৷
২০২১ সালের সেপ্টেম্বরে ফোলি, সটলফ, কাসিগ ও ম্যুলারকে হত্যার কথা স্বীকার করেন আলেকজান্ডা কোটি৷ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে৷
বিটলসের আরেক সদস্য আইন ডেভিস সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত হয়ে তুরস্কের কারাগারে সাত বছরের সাজা ভোগ করছেন৷
গ্রুপের নেতা মোহাম্মদ এমওয়াজি, যিনি ‘জিহাদি জন' নামে পরিচিত ছিলেন, তিনি ২০১৫ সালে সিরিয়ার মার্কিন ড্রোন হামলায় নিহত হন৷
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)