সিরিয়ায় দুই ব্রিটিশ আইএস জঙ্গি গ্রেফতার
৯ ফেব্রুয়ারি ২০১৮বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দুই ব্রিটিশ জঙ্গির নাম প্রকাশ করেন৷ তারা হলেন, অ্যালেক্সান্ডা কোটি ও এল শাফি এলশেইখ৷
এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন আরব বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক মোহাম্মেদ এমওয়াজি, যিনি জিহাদি জন নামে পরিচিত৷ তিনি ২০১৫ সালে সিরিয়ায় বিমান হামলায় মারা যান৷
দুই জঙ্গির গ্রেফতারের খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস৷ পত্রিকাটির রিপোর্টে বলা হয়, ইরাক সীমান্তের কাছে ইউফ্রেটিস নদীর তীর সংলগ্ন এলাকায় আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স এই দুই জঙ্গিকে আটক করে৷
পত্রিকাটি আরো বলছে, গত মধ্য-জানুয়ারিতে জঙ্গিদের পাকড়াও করার বিষয়টি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানানো হয়৷ পরে আঙুলের ছাপ ও অন্য বায়োমেট্রিক পরীক্ষা থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়৷
গত বছরের জানুয়ারিতে কোটিকে জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র৷ তখন বলা হয়, কোটি বিটলসের একজন সদস্য এবং সম্ভবত জিহাদি জনদের সঙ্গে নির্দয়ভাবে বন্দিদের হত্যা ও নির্যাতনে শামিল ছিলেন৷
স্টেট ডিপার্টমেন্ট আরো বলে যে, কোটি ব্রিটিশ নাগরিকদের মধ্য থেকে আইএস-এর সদস্য সংগ্রহের কাজে নিযুক্ত ছিলেন৷
এলশেইখকে স্টেট ডিপার্টমেন্ট তালিকাভুক্ত করে গত বছরের মার্চে৷ তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়৷
জেডএ/এসিবি (রয়টার্স, এএফপি)