যুক্তরাষ্ট্রে সিনাগগ, মসজিদে হামলা চালানো ব্যক্তির যাবজ্জীবন
১ অক্টোবর ২০২১সে কারণে বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সান ডিয়াগোর আদালত৷ এই সময় তিনি কোনো প্যারোলেরও আবেদন করতে পারবেন না৷
২০১৯ সালের ২৭ এপ্রিল সান ডিয়াগোর এক সিনাগগেহামলা চালান ১৯ বছর বয়সি আর্নেস্ট৷ তার গুলিতে ৬০ বছর বয়সি লরি গিলবার্ট-কেয় নিহত হন৷ রাব্বিসহ তিনজন আহত হন৷ এরপর তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে ৯১১-এ ফোন করে তার হামলার কথা জানান এবং পুলিশ আসার জন্য অপেক্ষা করেন৷
এই হামলার কয়েক সপ্তাহ আগে তিনি পাশের শহরের এক মসজিদে ভোরবেলায় আগুন লাগিয়েছিলেন৷ অবশ্য এতে কেউ আহত হননি৷
সিনাগগে হামলার কিছুক্ষণ আগে আর্নেস্ট ইন্টারনেটে একটি ইহুদি ও মুসলিমবিরোধী ম্যানিফেস্টো প্রকাশ করেন৷ সেখানে তিনি বলেন, একই সময়ে নিউজিল্যান্ডে দুই মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যার ঘটনা থেকে তিনি উৎসাহ পেয়েছেন৷ এছাড়া কয়েকমাস আগে পেনসিলভেনিয়ার পিটসবার্গে সিনাগগে হামলা চালিয়ে ১১ জনকে হত্যার ঘটনাও তিনি ম্যানিফেস্টোতে উল্লেখ করেন৷
রায় ঘোষণার আগে আর্নেস্টকে কোনো বক্তব্য দিতে দেয়া হয়নি৷ তিনি বর্ণবাদী বক্তব্য দিতে পারেন এই আশঙ্কায় বিচারক ঐ সিদ্ধান্ত নেন৷
সিনাগগে নিহত ব্যক্তির মেয়ে হানা কেয় আদালতে উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরে ‘হোয়াইট সুপ্রিমেসি' মহামারি আকার ধারণ করেছে৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)