1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মার্কিন শ্রম অধিকার নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

১ ডিসেম্বর ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের শ্রম অধিকার বিষয়ক নতুন নীতি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷

https://p.dw.com/p/4Zex8
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাইভেট সেক্টর সরকারকে অনেক সময় পাত্তাই দেয় না৷ছবি: /AP Photo/picture alliance

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সরকার বললেই জিনিস বন্ধ হবে না৷ কারণ ওখানে প্রাইভেট সেক্টর এগুলো কিনে৷ তারা সরকারকে অনেক সময় পাত্তাই দেয় না৷’’

উদ্বিগ্ন না হওয়ার কারণ হিসেবে বৃহস্পতিবার তিনি বলেন, অ্যামেরিকান ও ইউরোপীয় ক্রেতারা প্রতিযোগিতামূলক দাম ও গুনমানের কারণেই বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনে থাকেন৷ ‘‘তারা কিনে কারণ সস্তায় তারা জিনিসটা (পণ্য) পায়৷ ওগুলো নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই,’’ বলে মন্তব্য করেন তিনি৷

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করেন, ‘‘আমরা বরং আশা করবো, অ্যামেরিকা আমাদের সকল শ্রমিক শ্রেণির উন্নয়নের জন্য আমাদের সহায়তা করবে৷’’

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘‘অ্যামেরিকাতে বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ কোন সুবিধাও পায় না৷ যেটা ইউরোপীয় ইউনিয়নে আমরা শুল্কমুক্ত সুবিধা পাই৷ সুতরাং এখানে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো আমিতো কিছু দেখি না এবং বাংলাদেশে সে ধরণের পরিস্থিতিও নাই৷’’

এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)