1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যুগান্তকারী' পরীক্ষা বদলাতে পারে ক্যান্সার চিকিৎসা

১৩ সেপ্টেম্বর ২০২১

গালেরি নামের বিশেষ রক্ত পরীক্ষা কোনো ব্যক্তির শরীরে প্রাথমিক লক্ষণ আসার আগেই বলে দিতে পারে শরীরে ক্যান্সারের উপস্থিতির খবর৷ যুক্তরাজ্যে শুরু হচ্ছে এই পরীক্ষার ক্লিনিকাল ট্রায়াল৷

https://p.dw.com/p/40Fo6
England | NHS | Studie mit dem Galleri-Bluttest zur Erkennung von Krebs
ছবি: Kirsty Wigglesworth/AP Photo/picture alliance

সোমবার যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা এনএইচএস-এর তরফে শুরু হচ্ছে একটি নতুন ধরনের ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা৷ কোনো ব্যক্তির শরীরে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ দেখা যাওয়ার আগেই মোট ৫০ ধরনের ক্যান্সারের উপস্থিতি ধরে ফেলতে পারবে এই নতুন পরীক্ষা, মত বিশেষজ্ঞদের৷

এই ট্রায়াল আসলে যেমন

গালেরি নামের এই বিশেষ পরীক্ষা রক্ত থেকে ডিএনএ পরীক্ষা করে৷ এই পরীক্ষা যাচাই করে দেখে যে ডিএনএর কোনো অংশ ক্যান্সারের কোষ থেকে এসেছে কি না৷

এই পরীক্ষার প্রাথমিক ট্রায়ালে দেশজুড়ে ভ্রাম্যমাণ পরীক্ষাগার ও অন্যান্য পরীক্ষাগারে সংগ্রহ করা হবে রক্তের নমুনা৷ এনএইচএস এর লক্ষ্য, দেশটির মোট আটটি অঞ্চল থেকে প্রায় এক লাখ ৪০ হাজার নমুনা সংগ্রহ করা৷

একটি বিবৃতিতে এনএইচএস-এর প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড বলেন, ‘‘এই সহজ ও দ্রুত রক্তের পরীক্ষাটি ক্যান্সার শনাক্তকরণ ও তার চিকিৎসার ক্ষেত্রে এখানে ও সারা বিশ্বে বিপ্লব ঘটাতে পারে৷''

মার্কিন জৈবপ্রযুক্তি সংস্থা গ্রেইল ইনকর্পোরেটেড এই পরীক্ষাটির উদ্ভাবক এবং ট্রায়ালের জন্য এনএইচএস-এর সাথে গত নভেম্বর মাসে চুক্তিবদ্ধ হয় তারা৷

রোগের একেবারে প্রাথমিক ধাপে ধড়া পড়লে, একজন রোগীর ক্যান্সার চিকিৎসার দিক নির্ধারণ তুলনায় অনেকটাই সহজ হয়ে পড়ে৷ এনএইচএস বলছে, স্টেজ ওয়ান বা প্রথম ধাপে ধরা পড়লে একজন ক্যান্সার রোগীর প্রাণে বাঁচার সম্ভাবনা একজন স্টেজ ফোর বা চতুর্থ ধাপের ক্যান্সার রোগীর তুলনায় থাকে পাঁচ থেকে ১০ গুণ বেশি৷

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘‘দ্রুত শনাক্তকরণ প্রাণ বাঁচাতে সক্ষম এবং এই পরীক্ষাতে আমরা ক্যান্সার শরীরে ছড়ানোর আগেই ধরে ফেলতে পারব৷ এই রোগকে হারাতে এটাই আমাদের সামনে সবচেয়ে ভালো সুযোগ৷''

যুগান্তকারী গালেরি

এই ট্রায়ালের প্রধান অনুসন্ধানকারী গবেষক ও কিংস কলেজ লন্ডনের ক্যান্সার বিষয়ক প্রফেসর পিটার সাসিয়েনির মতে, গালেরি পরীক্ষা ‘প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করার ক্ষেত্রে যুগান্তকারী৷'

রক্তের নানা ধরনের পরীক্ষা ছাড়াও, শরীরে ক্যান্সার শনাক্ত করতে গবেষক ও চিকিৎসকরা এর আগে আরো অন্যান্য ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেমন নিশ্বাসের পরীক্ষা করা ব্রিদালাইজার পরীক্ষা৷

শুধু তাই নয়, যে গতিতে এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, তাতে ব্যাপকভাবে লাভবান হবে ক্যান্সার শনাক্তকরণের পদ্ধতি বলেও মত বহু বিশেষজ্ঞদের৷

ভেসলি ডকারি/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য