মাছ যখন প্লাস্টিক খায়
১৭ জানুয়ারি ২০১৬এই বিষয়টি নিয়ে বেশ কষ্টসাধ্য এক গবেষণা করেছেন জার্মানির ‘আলফ্রেড ভাগনার ইন্সটিটিউট'-এর ‘হেল্মহল্টজ সেন্টার ফর পোলার অ্যান্ড মেরিন রিসার্চ'-এর জীববিজ্ঞানীরা৷ তাঁদের কাজ ছিল মূলত যেসব মাছ প্লাস্টিকের কণা খায়, সেগুলোকে খুঁজে বের করে সেই মাছগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা৷
প্লাস্টিক মাছের স্বাভাবিক খাবার নয়৷ তবু অনেক মাছ প্লাস্টিককেই খাবার ভেবে খেয়ে ফেলে৷
এমনিতে ব্যাগ, স্যান্ডেল, খেলনা বা অন্য কোনো প্লাস্টিকের আস্ত জিনিস হলে মাছ স্বাভাবিক অবস্থায় তা খায় না৷ তবে জিনিসগুলো তো সমুদ্রের স্রোতের আঘাতে ভেঙে বা ছিঁড়ে টুকরো, সেই টুকরোগুলো আরো ছোট ছোট হতে হতে এক সময় কণার মতো হয়ে যায়৷ সেই কণাগুলো আবার পানির চেয়ে অনেক হাল্কা বলে ওপরেই ভাসে৷ অনেক মাছ প্লাস্টিকের কণাগুলোই খেয়ে ফেলে৷
জার্মান বিজ্ঞানীরা দেখেছেন সব মাছ কাছে পেলেও কখনো প্লাস্টিকের কণা খায় না৷ ২৯০ টি মাছের পাকস্থলী ও নাড়িভুড়ি পরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিত হয়েছে তাঁরা৷
সেই ২৯০টি মাছের মধ্যে ম্যাকারেল, হেরিং, কড এবং হলুদ পাখার এক ধরনের মাছও ছিল৷ এ সব মাছ পরীক্ষা করে বিজ্ঞানীদের মনে হয়েছে, মাছ প্লাস্টিক খাবে কিনা তা নির্ভর করে মূলত সেই মাছের ওপর৷ অর্থাৎ কোনো মাছ কতটা বুদ্ধমান তার ওপরই নির্ভর করে সে প্লাস্টিক খাবে কিনা৷
সেই কারণেই ‘হেল্মহল্টজ সেন্টার ফর পোলার অ্যান্ড মেরিন রিসার্চ'-এর জীববিজ্ঞানীরা দেখেছেন, হেরিং বা হেরিংয়ের মতো কয়েকটি মাছ পেলেও কখনো প্লাস্টিকের কণা খায় না৷ কিন্তু ম্যাকারেল পানির ওপরে প্লাস্টিকের কণা দেখলেই খেয়ে ফেলে৷
শামূকের বাচ্চা ম্যাকারেলের খুব প্রিয় খাবার৷ সাগরের পানিতে প্লাস্টিকের কণার স্তর ভাসতে দেখে মাকারেল মনে করে শামূকের বাচ্চা ভাসছে৷ দেরি না করে দ্রুত সেগুলো খেয়েও ফেলে৷
প্রশ্ন হলো, এই প্লাস্টিকের কণা খাওয়া মাছ খেলে কি মানুষের খুব ক্ষতি হয়? বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্লাস্টিক খেয়ে কোনো মাছ অসুস্থ হয়েছে এমন প্রমাণ এখনো তাঁরা পাননি৷ সেই মাছ খেয়ে অসুস্থ হওয়া মানুষের সন্ধানও নাকি তাঁরা এখনো পাননি৷
এসিবি/ডিজি (ডিপিএ)