1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর

২২ ফেব্রুয়ারি ২০২২

লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে এক নারীকে মারধর করার পর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে৷ স্বামী পলাতক৷ ননদকে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/47Owz
প্রতীকী ছবিছবি: Karl-Josef Hildenbrand/dpa/picture alliance

মঙ্গলবার সকালে ওই নারীর ননদকে আটক করা হয়েছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন৷ সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মধ্য চররমনী গ্রাম থেকে সোমবার বিকালে গৃহবধূকে উদ্ধারের পর এক আত্মীয়ের বাড়ি পাঠানো হয় বলে জানান ইউপি সদস্য মনির হোসেন৷ তিনি বলেন, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পূর্ব দিশাপুর গ্রামের ওই নারীর পারিবারিকভাবে তিন বছর আগে বিয়ে হয়৷ পারিবারিক কলহের জেরে পেশায় জেলে স্বামী বিয়ের পর থেকেই তাকে মারধর করে আসছিল৷

রোববার সন্ধ্যায় স্বামী ও ননদের সঙ্গে নারীর আবার বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে ননদ তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে৷ হাত-পা বেঁধে রাতভর মারধর শেষে স্বামী ও ননদ মিলে নারীর মাথার সামনের চুল কেটে দেয়৷ পরে স্বামী পালিয়ে যায়৷ ‘‘পরে স্থানীয়রা এসে আমাকে খবর দিলে ওই নারীকে উদ্ধার করি৷’’ বলেন ইউপি সদস্য৷

ঘটনা সম্পর্কে নারী জানান, তার স্বামী এর আগে ৫০ হাজার টাকা যৌতুক নেয়৷ সম্প্রতি আরও ৩ লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছিল৷ এতে রাজি না হওয়ায় স্বামী তার হাত-পা বেঁধে মারধর করে৷ এক পর্যায়ে মাথার সামনের চুল কেটে ন্যাড়া করে দেয়৷

ভুক্তভোগী নারীর দেওয়া মৌখিক অভিযোগের ভিত্তিতে তার ননদকে আটক করা হয়৷ দুইজনকেই থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে৷ মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মনির হোসেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২০২০ সালের ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য