যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর
২২ ফেব্রুয়ারি ২০২২মঙ্গলবার সকালে ওই নারীর ননদকে আটক করা হয়েছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন৷ সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মধ্য চররমনী গ্রাম থেকে সোমবার বিকালে গৃহবধূকে উদ্ধারের পর এক আত্মীয়ের বাড়ি পাঠানো হয় বলে জানান ইউপি সদস্য মনির হোসেন৷ তিনি বলেন, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পূর্ব দিশাপুর গ্রামের ওই নারীর পারিবারিকভাবে তিন বছর আগে বিয়ে হয়৷ পারিবারিক কলহের জেরে পেশায় জেলে স্বামী বিয়ের পর থেকেই তাকে মারধর করে আসছিল৷
রোববার সন্ধ্যায় স্বামী ও ননদের সঙ্গে নারীর আবার বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে ননদ তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে৷ হাত-পা বেঁধে রাতভর মারধর শেষে স্বামী ও ননদ মিলে নারীর মাথার সামনের চুল কেটে দেয়৷ পরে স্বামী পালিয়ে যায়৷ ‘‘পরে স্থানীয়রা এসে আমাকে খবর দিলে ওই নারীকে উদ্ধার করি৷’’ বলেন ইউপি সদস্য৷
ঘটনা সম্পর্কে নারী জানান, তার স্বামী এর আগে ৫০ হাজার টাকা যৌতুক নেয়৷ সম্প্রতি আরও ৩ লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছিল৷ এতে রাজি না হওয়ায় স্বামী তার হাত-পা বেঁধে মারধর করে৷ এক পর্যায়ে মাথার সামনের চুল কেটে ন্যাড়া করে দেয়৷
ভুক্তভোগী নারীর দেওয়া মৌখিক অভিযোগের ভিত্তিতে তার ননদকে আটক করা হয়৷ দুইজনকেই থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে৷ মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মনির হোসেন৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২০২০ সালের ছবিঘরটি দেখুন..