‘যৌন নিপীড়ন' রোধে প্রচারণা
৩ আগস্ট ২০১৫‘নিরাপদ নগরী নির্ভয় নারী' নামক এক ফেসবুক পাতা সম্প্রতি ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কেড়েছে৷ মূলত নারীর জন্য বিভিন্ন শহর, নগরী নিরাপদ করে তুলতে এই উদ্যোগ৷ রাজপথে, বাসে কোন রকম নিপীড়নের শিকার হলে কিংবা কেউ কোনো রকম আপত্তিকর কিছু করতে চাইলে তার প্রতিবাদের উপায় রয়েছে পাতাটিতে৷
ফেসবুক অ্যাপ
‘নিরাপদ নগরী নির্ভয় নারী' পাতাতে রয়েছে একটি অ্যাপের কথা৷ ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ' নামের অ্যাপটি ব্যবহার করে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া সম্ভব, এক ভিডিওতে এমনটাই দাবি করা হয়েছে৷ এতে বিভিন্ন পুলিশ স্টেশনের ঠিকানা এবং একটি ম্যাপে ব্যবহারকারীর কাছের পুলিশ স্টেশন সম্পর্কেও তথ্য প্রদর্শন করা হয়৷
প্রতিরোধের আহ্বান
গত পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল নারীকে যৌন নির্যাতনের ঘটনার প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে ‘হোক প্রতিরোধ' ফেসবুক পাতা৷ এই পাতার মাধ্যমে একদল নারী যে কোনো ধরনের নারী নির্যাতন প্রতিরোধের ঘোষণা দিয়েছেন৷ তাঁরা আত্মরক্ষামূলক বিভিন্ন কৌশলও শেখাচ্ছেন পাতাটির মাধ্যমে৷ জুন মাসে ‘যৌন নিপীড়ন বিরোধী কনসার্টের' আয়োজনও করা হয় পাতাটির পক্ষ থেকে৷
রাজপথের অ্যাক্টিভিস্ট শাম্মী হক এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছেন৷ সম্প্রতি ডয়চে ভেলেকে তিনি জানান, ‘‘আমরা দলবেঁধে জনসমাগম বেশি এমন এলাকায় যাই এবং যৌন নিপীড়নের কোনো ঘটনা দেখলে প্রতিরোধ করি৷''
যৌথ উদ্যোগ
বাংলাদেশ পুলিশ এবং দশটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগ চালু রয়েছে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার'৷ যে কোনো নির্যাতনের শিকার নারী ও শিশুকে দ্রুত সেবা দিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে এই সেন্টার৷ তাদের সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এখানে৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ