যৌন নির্যাতন ঠেকাতে মোবাইল অ্যাপ
৫ জুলাই ২০১৮৬ তারিখ শুরু হচ্ছে ষাঁড় দৌড়৷ দেশ বিদেশের অগণিত পর্যটক এই উৎসবে যোগ দিতে আসবেন এই শহরে৷ এর আগে যৌন নির্যাতনের আশংকায় অনেকে উৎসব বয়কটের হুমকিও দিয়েছিলেন৷ কিন্তু পুলিশ বলছে, নারীদের তাঁরা পর্যাপ্ত নিরাপত্তা দেবে৷
২০১৬ সালের উৎসবে এক নারীকে হেনস্তা করার অভিযোগ ওঠে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে৷ তাঁরা পরিচিত হয়ে ওঠে ‘উলফ প্যাক' নামে৷ তবে সম্প্রতি অভিযোগ থেকে তাদের নাম তুলে নেওয়া এবং জামিনে মুক্তি, নারীদের নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজন বয়কটের ঘোষণা ছড়িয়ে পড়েছে৷ কিন্তু সিটি কাউন্সিলর ইৎজিয়ার গোমেজ সবাইকে আহ্বান জানাচ্ছেন প্রশাসনের ওপর আস্থা রাখার৷ ‘যৌন নিপীড়নমুক্ত পামপ্লোনা' নামে একটি ক্যাম্পেইনও শুরু করেছে কর্তৃপক্ষ৷
সমতা ও এলজিবিটি বিষয়ক কাউন্সিলর লরা বেরোও নারীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন৷ ‘‘এখন নারীদের আরো বেশি করে রাস্তায় নেমে আসা উচিত, যাতে অন্য নারীরাও ভরসা পায়, যে সে একা না৷''
‘উলফ প্যাক' ঘটনার আগে থেকেই যৌন নির্যাতনের রাশ টানার চেষ্টা করে আসছে পাম্পলোনা পুলিশ৷ হাজার হাজার পুলিশ অফিসার একাধিক ভাষায় সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন৷ কিন্তু ২০১৬ সালের ঘটনা তাঁদেরকে নতুন করে ভাবতে বাধ্য করেছে৷
‘আগ্রে স্টপ/এরা স্টপ' নামের এই ফ্রি অ্যাপের মাধ্যমে যে-কোনো নারী পুলিশের কাছে নির্যাতনের ঘটনার রিপোর্ট করতে পারবেন৷ সাথে সাথেই সেই নারীর অবস্থান জেনে যাবে পুলিশ৷ এর ফলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে৷
যৌন নির্যাতনের ঘটনার দিক দিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ১৭তম অবস্থানে রয়েছে স্পেন৷ ২০১৫ সালে ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি ১ লাখে ১৮ দশমিক ৬ জন নাগরিক যৌন নির্যাতনের শিকার হন৷ তবে ২০১৬ সালের ‘উলফ প্যাক' ঘটনার পর থেকে এ হার বেড়েই চলেছে৷
এডিকে/এসিবি (রয়টার্স, ইএফই)