অস্কার পুরস্কার
২৫ ফেব্রুয়ারি ২০১২হলিউডে ছবি তৈরিতে থ্রিডিসহ অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া লাগলেও অস্কার দৌড়ে যে দুটি ছবি বেশি এগিয়ে সেগুলোর গল্প প্রায় শত বছরের পুরনো৷ যেমন, সবচেয়ে বেশি ১১টি মনোনয়ন পাওয়া ‘হুগো'র গল্প গত শতকের শুরুর দিককার৷ ১০টি বিভাগে মনোনয়ন পাওয়া ‘দ্য আর্টিস্ট'এর গল্পও সেরকম৷ সাদা-কাল প্রায় বাকহীন এই ছবিটি গত শতকের বিশের দশকের পটভূমিতে তৈরি হয়েছে৷
এদিকে সেরা অভিনেতার পুরস্কার পেতে পারেন - ‘দ্য ডিসেন্ডেন্টস'এর জন্য জর্জ ক্লুনি, ‘মানিবল'এর জন্য ব্রাড পিট সহ জ্যঁ দুজারদিন, ডেমিয়ান বিচি এবং গেরি ওল্ডম্যান৷ আর সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ‘দ্য আয়রন লেডি'র মেরিল স্ট্রিপ৷ তাঁকে হারিয়ে দিতে পারেন ‘দ্য হেল্প'এর ভায়োলা ডেভিস, মিশেল উইলিয়ামস, গ্লেন ক্লোজ বা রুনি মারা৷
বিখ্যাত কমেডিয়ান বিলি ক্রিস্টালের উপস্থাপনায় অস্কার অনুষ্ঠানটি সারা বিশ্বের প্রায় একশোটিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে৷ বাংলাদেশ সময় আগামীকাল সোমবার ভোর ছয়টায় অস্কার অনুষ্ঠানটি শুরু হবে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম