1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবিবার ঢাকায় সভা-সমাবেশ, মিছিলের ওপর নিষেধাজ্ঞা

২৮ জানুয়ারি ২০১২

কাল রবিবার রাজধানীতে সব ধরণের সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ৷

https://p.dw.com/p/13sM4
ছবি: AP

কাল একই সময়ে নয়াপল্টনে বিএনপি'র গণমিছিল এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডাকার ফলে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়৷

ঢাকা মহানগর পুলিশ এই নিষেধাজ্ঞা আরোপ করে আজ বিকেলে৷ রোববার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে৷ এই সময়ের মধ্যে ঢাকা মহানগর এলাকায় কোন ধরনের সভা-সমাবেশ, শোভাযাত্রা, মিছিল, গণমিছিল বা জমায়েত করা যাবে না৷ বহন করা যাবে না কোন লাঠি বা আগ্নেয়াস্ত্র৷ মহানগর পুলিশের ২৮ ও ২৯ ধারার ক্ষমতা বলে পুলিশ কমিশনার বেনজির আহমেদ এই নিষেধাজ্ঞা জারি করেন৷ তিনি বলেন রোববার একই সময়ে নয়াপল্টনে বিএনপি'র গণমিছিল এবং বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন৷

এদিকে সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিএনপির গণমিছিল থেকে নাশকতার আশঙ্কা প্রকাশ করেন৷

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে কাল সমাবেশ ডেকে এই পরিস্থিতির সৃষ্টি করেছে৷ তারা পায়ে পা দিয়ে ঝগড়া করছে৷

আর নজরুল ইসলাম খান বলেছেন বিএনপি মিছিল বের করার আগেই পুলিশ নাশকতার খবর পেয়ে যায়৷ তাহলে তারা দেশের হত্যা সন্ত্রাস বন্ধ করতে পারে না কেন?

অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ করবে আর সরকার চেয়ে চেয়ে দেখবে তা হয় না৷

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রাতে বিএনপির স্থায়ি কমিটির বৈঠক ডাকা হয়েছে৷ এই বৈঠক থেকে সিদ্ধান্ত হবে বিএনপি কালকের গণমিছিল কর্মসূচি পালন করবে কিনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য