রাখাইনে সংঘাত বাড়ায় আতঙ্কে রোহিঙ্গারা
২৮ মে ২০২৪মে মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের দিকে নাফ নদী সংলগ্ন এলাকায় পালিয়ে গেছে বলে জাতিসংঘ জানিয়েছে৷
মে মাসের শুরুতে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বুথিডং শহরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায়৷ তবে রয়টার্স এই দাবি যাচাই করতে পারেনি৷ জান্তা সরকারের কাছে জানতে চাইলে কোনো উত্তর পায়নি রয়টার্স৷
আরাকান আর্মি এখন মংডু দখলের চেষ্টা চালাচ্ছে৷ সেখানেও অনেক রোহিঙ্গা বাস করেন৷ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র জানান, মংডুতে সংঘাত ছড়িয়ে পড়েছে৷ সেখানে সেনা ফাঁড়ি আছে৷ অনেক রোহিঙ্গা বাস করেন সেখানে৷
বাংলাদেশে আশ্রয়ে থাকা রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ তাহের জানান, তিনি সম্প্রতি মংডুতে এক বন্ধুর সঙ্গে কথা বলেছেন৷ ঐ বন্ধু তাকে জানিয়েছেন, সেখানকার মানুষ আতঙ্কে আছেন৷ ‘‘অনেকে রাখাইন থেকে পালাতে চান, কিন্তু বাংলাদেশ সুযোগ দিচ্ছে না,'' বলে মন্তব্য করেন তাহের৷
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত সপ্তাহে রয়টার্সকে জানান, ‘‘কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না৷''
গত নভেম্বরে জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর রাখাইনে নতুন করে সংঘাত শুরু হয়৷ আরাকান আর্মি কয়েকটি জায়গায় সফলতা অর্জন করে৷ এই অবস্থায় বিদ্রোহীদের রুখতে জান্তা সরকার রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেয় বলে চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিসের মর্গান মাইকেল৷ ‘‘এর জবাবে আরাকান আর্মি রোহিঙ্গাদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিয়েছে,'' বলেও জানান তিনি৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)