1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনা রাজনীতি নিয়ে

১৭ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার না হলেও নির্দলীয় সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন করার বিকল্প প্রস্তাব তাদের কাছে রয়েছে৷

https://p.dw.com/p/144uF
ছবি: Reuters

মওদুদ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী যদি ঘোষণা করেন আগামী নির্বাচন হবে নির্দলীয় সকারের অধীনে তাহলে তারা বিকল্প প্রস্তাব দেবেন সংসদে গিয়ে৷ জবাবে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকার নির্বাচন করে না, নির্বাচন করে নির্বাচন কমিশন৷ বিরোধী দলের কাছে ভাল কোন প্রস্তাব থাকলে তারা তা সংসদে গিয়ে বলতে পারে৷ ভাল প্রস্তাব গ্রহণে সরকারের কোন আপত্তি নেই৷

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের ঢাকা সফরের পর রাজনীতির আলোচনা আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়েই ঘুরপাক খাচ্ছে৷ বিএনপির' স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আসল ব্যাপার হল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা৷ সেটা তত্ত্বাবধায়ক সরকার না হয়েও অন্য যেকোন নামে হতে পারে৷তিনি দাবি করেন, সংবিধানেই তার ব্যবস্থা রয়েছে৷ ১৯৯৬ সালে সংবিধানের চতুর্দশ সংশোধনী আওয়ামী লীগের ফর্মুলায়ই পাশ হয়েছিল৷ যা এখন বাতিল করা হয়েছে৷ নির্দলীয় সরকারের প্রধান সদ্য বিদায়ী প্রধান বিচারপতি নাও হত পারেন৷ তাদের কাছে এবিষয়ে একাধিক বিকল্প প্রস্তাব আছে৷ কিন্তু সরকারকে আগে নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে৷ তবেই বিএনপি বিকল্প প্রস্তাবগুলো সংসদে তুলে ধরতে পারে৷

Bangladesch Suranjit Sengupta
সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকার নির্বাচন করে না, করে নির্বাচন কমিশনছবি: Harun Ur Rashid Swapan

ব্যারিস্টার মওদুদ বলেন, আর এই উদ্যোগ নিতে হবে দুই দলের সর্বোচ্চ পর্যায় থেকে৷ প্রধানমন্ত্রীকে বলতে হবে আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে৷ তার দাবি, দুই দলের সাধারণ নেতা-কর্মীরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ব্যাপারে একমত৷

এর জবাবে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার নির্বাচন করেনা, নির্বাচন করে নির্বাচন কমিশন৷ বিরোধী দলের কাছে ভাল কোন প্রস্তাব থাকলে তারা তা সংসদে গিয়ে বলতে পারে৷ ভাল প্রস্তাব গ্রহণে সরকারের কোন আপত্তি নেই৷

তবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের কথায় বাংলাদেশ চলবেনা৷ বাংলাদেশ চলবে এদেশের নিয়ম নীতি অনুযায়ী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য