তত্ত্বাবধায়ক সরকারের দাবি
১৬ ফেব্রুয়ারি ২০১২বিএনপি নেতারা বলেছেন, আলোচনা শুরু করতে হবে সরকারকেই৷ আর তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে৷
ঢাকা সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রাবার্ট ও ব্লেক বুধবার রাতে বিরেধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানান, তার আশা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে একমত৷ তা যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন৷ আলাপ আলোচনার মাধ্যমে তারা একমত হতে পারবেন৷
আর বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, তারা অন্তর্বতী সরকার নিয়ে এখনই আলোচনা শুরুর পক্ষে৷ বিরোধী দল সংসদে এসে এনিয়ে কথা বলতে পারে৷
ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এমপি বলেন, এই আলোচনা সংসদের বাইরেও হতে পারে৷ তবে উদ্যোগ নিতে হবে বিএনপিকেই৷
একই অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেন, আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে৷ আর সে আলোচনা হতে হবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে৷
আর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি'র পক্ষে সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাশ করা সম্ভব নয়৷ কারণ তাদের সংসদে আসন মাত্র ৩০টি৷ তার জোর দিয়ে বলেন, গণদাবির পক্ষে সরকারকেই কাজ করতে হবে৷
তবে এই নেতারা সবাই মনে করেন, আলাপ আলোচনার মাধ্যমই সঙ্কটের সমাধান সম্ভব৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক