মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি
২৩ ফেব্রুয়ারি ২০১২রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি চলছে বলে মনে করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও শব্দসেনা বেলাল মহম্মদ৷
ডিডাব্লিউ রেডিওকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি৷
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে অবদানের জন্য এ বছর বাংলা একাডেমীর সাহিত্য পদকে সম্মানিত করা হয়েছে তাঁকে৷ আগামী ২৪ তারিখ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেবার কথা রয়েছে৷
বাংলা একাডেমীর সাহিত্য পদক হাতে পাবার প্রাক্কালে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘‘আমাদের দেশ যে ইতিহাস বিকৃতি চলছে একদিন তা অবশ্যই বন্ধ হবে এবং মানুষের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হবে৷''
বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্তির ঘোষণার প্রতিক্রিয়া তিনি বলেন, ‘‘আমাদের দেশে তো জীবিত অবস্থায় স্বীকৃতিই মেলে না৷ চল্লিশ বছর পরে হোক, তা-ও ভালো, আমি তো জীবিত অবস্থাতেই পুরস্কার পেলাম৷ তাতেই আমি আনন্দিত বোধ করছি৷''
স্বাধীনতার পর দীর্ঘ চল্লিশ বছর ধরেই তিনি নিয়োজিত রয়েছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য রচনায়৷ মুক্তিযুদ্ধ বিষয়ক ছোটদের বই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে স্মৃতিকথা, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ও প্রবন্ধসহ বিভিন্ন ধরণের সাহিত্য তিনি রচনা করেছেন৷
প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জিব বর্মন