রামমন্দিরের আসনে বিজেপির হার
৪ জুন ২০২৪বিজ্ঞাপন
কিন্তু খোদ ফয়জাবাদেই বিপুল ভোটে হারতে হলো তাদের৷
রামমন্দির তৈরির আগের নির্বাচনে আসনটিতে ৬৫ হাজার ভোটে জিতেছিল বিজেপি৷ সেই আসনেই এবার ৫৪ হাজার ভোটে সমাজবাদী পার্টির আভাদেশ প্রসাদের কাছে পরাজিত হলেন বিজেপির লাল্লু সিং৷ ২০১৪ এবং ২০১৯ দুই নির্বাচনেই জয়ী হয়েছিলেন লাল্লু সিং৷
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমি আপনাদের এবং অযোধ্যার মর্যাদা রাখতে পারিনি৷ নিশ্চয়ই আমার মধ্যে কোনো কিছুর অভাব ছিল৷’’
চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ১৯৯২ সালের দাঙ্গায় ধ্বংস করা ১৬ শতকের মসজিদের জায়গায় মন্দিরটি তৈরি করা হয়েছিল৷
এফএস/এডিকে