বিশ্বকাপ কেড়ে নেয়ার দাবি
২৫ জুলাই ২০১৪বুধবার জার্মানির হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পেটার বয়েট বলেন, ‘‘(রাশিয়ার প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুটিন যদি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে সরাসরি অংশ না নেন তাহলে রাশিয়ায় বিশ্বকাপ আয়োজনের কথা অকল্পনীয়৷'' মালয়েশীয় বিমানটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ক্ষেপণাস্ত্র ছুড়ে বিধ্বস্ত করেছে বলে সন্দেহ করা হচ্ছে৷ অথচ রুশ সরকার এর বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে ইউক্রেন সংকট বৃদ্ধিতে ইন্ধন দিচ্ছে – এ অভিযোগ তুলে জার্মানির আরেক রক্ষণশীল সাংসদ মিশায়েল ফুক্স বলেছেন, রাশিয়ার কাছ থেকে কেড়ে নিয়ে ২০১৮ বিশ্বকাপ আয়োজনের অধিকার জার্মানি, ফ্রান্স কিংবা ইটালিকে দেয়া হোক৷
ব্রিটেন আর সুইডেনেও উঠেছে একই দাবি৷ তবে ফিফা নির্বাহী কমিটির সদস্য এবং জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবির সাবেক সভাপতি টেও সোয়ানসিগার মনে করেন রাশিয়ার কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের অধিকার কেড়ে নেয়ার দাবি জানানো ঠিক নয়৷ তাঁর মতে, ‘‘যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি ফিফার হস্তক্ষেপ কামনা করা হয়৷ ক্রীড়াঙ্গনে বর্জনের পদক্ষেপ কখনোই কোনো সুফল বয়ে আনেনি৷ তাই আমি (রাশিয়ার কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের অধিকার কেড়ে নেয়ার) এই দাবিকে কোনো গুরুত্ব দিচ্ছিনা৷ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রাশিয়াকে দেয়া হয়ে গেছে, চুক্তি স্বাক্ষর করা হয়ে গেছে – এখন এসব ভেবে কী লাভ!''
ব্রিটেনে বিশ্বকাপ আয়োজনের সুযোগ থেকে বঞ্চিত করে রাশিয়াকে এক হাত নেয়ার দাবি তুলেছেন রক্ষণশীল দলের সংসদ সদস্য ট্রেসি ক্রাউচ৷ কিন্তু জবাবে ব্রিটেনের ফুটবল অ্যাসোসিয়েশনের বলেছেন, ‘‘রাশিয়ায় বিশ্বকাপ শুরু হতে এখনো চার বছর বাকি৷ দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা বাদ দিয়ে কেবল এক সপ্তাহের একটি ঘটনার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে বলে আমি মনে করিনা৷''
এসিবি/এসবি (এএফপি)