রাশিয়ায় এক নারীকে পুলিশের জবরদস্তির ভিডিও নিয়ে সোরগোল
১৩ আগস্ট ২০১৯রাশিয়ায় প্রতিবাদকারী এক নারীকে দাঙ্গা পুলিশ সদস্যদের জোরজবরদস্তি করে পুলিশ ভ্যানে তোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোষী পুলিশ সদস্যদের বিচার করা হবে৷
মিডিয়াজোনা ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে দরিয়া সোসনভস্কায়া নামের ২৬ বছর বয়সি ওই নারী জানান, প্রতিবন্ধী ব্যক্তিকে আটকের প্রতিবাদ করায় পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায়৷
ভোয়া নিউজের ইউটিউব অ্যাকাউন্টে প্রকাশ করা ওই ভিডিও ক্লিপে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা তাঁকে টেনহিচড়ে পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাচ্ছেন৷ ওই নারী পুলিশ ভ্যানে উঠতে না চাইলে পুলিশ সদস্যরা তাঁকে ধাক্কা দিয়ে গাড়িতে ওঠায়৷
‘‘পুলিশ কর্মকর্তারা আমার দিকে দৌড়াতে শুরু করেন, এটি ছিল অত্যন্ত অপ্রীতিকর৷ আমাকে বাধা দেওয়া হয়েছিল এবং আমি শ্বাস নিতে পারছিলাম না৷''
পুলিশ ভ্যানে তুলে সোসনভস্কায়াকে একটি থানায় নিয়ে গিয়ে সতর্ক করা হয়৷ কয়েক ঘণ্টা থানায় থাকার সময় কোনো আইনজীবীকে সেখানে নিতে পারেননি বলে মিডিয়াজোনা ওয়েবসাইটকে জানিয়েছেন তিনি৷
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবারের এই ঘটনার তদন্ত শুরু করে বলেছে, ‘‘দোষীদের বিচারের মুখোমুখি করা হবে৷''
এসআই/এসিবি (রয়টার্স, এএফপি)