1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড ভাঙার দৌড়ে বার্সেলোনা

১৪ জানুয়ারি ২০১৩

ফুটবল ক্লাব হিসেবে বার্সেলোনার জয়যাত্রা সত্যি মুগ্ধ করার মতো৷ ক্লাব এবং ক্লাবের খেলোয়াড়রা একের পর এক রেকর্ড ভেঙে চলেছে৷ ক্লাবের ক্রীড়া প্রধান আন্দোনি সুবিসারেতা তাই উচ্ছ্বসিত৷

https://p.dw.com/p/17JPr
epa03444072 FC Barcelona's Argentinian striker Lionel Messi (R) vies for the ball with Celtic Glasgow's captain Scott Brown (L) during their UEFA Champions League group G soccer match at Camp Nou in Barcelona, northeastern Spain, 23 October 2012. EPA/ALBERT OLIVE +++(c) dpa - Bildfunk+++
Messi und Brown Barcelona vs Celtic Glasgowছবি: picture-alliance/dpa

রবিবার মালাগাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা৷ তার মধ্যে প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি৷ টানা ৪ বছর ধরে ফিফা'র সেরা ফুটবলার শিরোপা পেয়ে তিনি এমনিতেই খ্যাতির শীর্ষে৷ গত মরসুমে ৫০ গোলের রেকর্ড তিনি নিজেই আবার ভাঙবেন বলে মনে হচ্ছে৷ কারণ চলতি মরসুমে মেসি এখনই ২৯টি গোল করে বসে আছেন, যার মধ্যে ২৮ গোল ‘লা লিগা'-র জন্য৷

বার্সা ক্লাবের ক্রীড়া প্রধান আন্দোনি সুবিসারেতা টিমের সাফল্যে উচ্ছ্বসিত৷ তিনি বলেন, ‘‘টিমের সাফল্যের বর্ণনা দিতে আর কোনো নতুন বিশেষণ খুঁজে পাচ্ছি না৷ এর আগে অন্য কোনো টিম প্রথমার্ধেই এত পয়েন্ট পায় নি৷'' তিনি দলের ভূয়সী প্রশংসা করে বলেন, এবার শুধু এগিয়ে যেতে হবে৷ শুধু লিগ নয়, যেখানে সম্ভব, সেখানেই জয়ের পেছনে ছুটতে হবে৷

Dec. 18, 2011 - Yokohama, Japan - The FC Barcelona team celebrates victory in the FIFA Club World Cup Final Match between Santos FC and FC Barcelona at the International Yokohama Stadium on December 18, 2011 in Yokohama, Japan Schlagworte 20111218_zaf_jn1_040.jpg, zadvisory, zagency, zlast24, zselect, INT
ফুটবল ক্লাব হিসেবে বার্সেলোনার জয়যাত্রা সত্যি মুগ্ধ করার মতোছবি: picture alliance / ZUMA Press

সত্যি, ক্লাব হিসেবেও রেকর্ড ভেঙেছে বার্সা৷ মরসুমের প্রথমার্ধেই বার্সেলোনা ১৯টি ম্যাচে ৬৪টি গোল করেছে৷ সম্ভাব্য ৫৭ পয়েন্টের চেয়ে মাত্র দুই পয়েন্ট কম রয়েছে দলটি৷ রেয়াল মাদ্রিদের তুলনায় অবশ্য ১৮ পয়েন্টে এগিয়ে আছে মেসির দল৷ এ ভাবে এগোতে থাকলে বার্সা রেয়াল মাদ্রিদের আগের রেকর্ডও ভেঙে ফেলতে পারে৷ গত মরসুমে রেয়াল ১২১ গোল করে ১০০ পয়েন্ট পেয়েছিল৷

রেকর্ড ভাঙার দৌড়ে স্পেনের আরেকটি ক্লাবও পিছিয়ে নেই৷ আতলেতিকো মাদ্রিদ মরসুমের প্রথমার্ধে ১০টি ম্যাচের প্রত্যেকটিতেই জয়লাভ করেছে৷ যদিও পয়েন্টের বিচারে তারা বার্সেলোনার তুলনায় ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে৷ প্রবল প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে অবশ্য খুশি কোচ দিয়েগো সিমেওনে৷

স্পেনের ক্লাবগুলির এই সাফল্য শুধু দেশের লিগেই সীমাবদ্ধ থাকে, না কি চ্যাম্পিয়ন্স লিগেও তারা বাকিদের ফেলে এগিয়ে যেতে পারে, সে দিকেই আপাতত ফুটবল অনুরাগীদের নজর৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য