‘মিয়ানমারের পুলিশ ব্যর্থ’
২ এপ্রিল ২০১৩দু'বছর আগে সামরিক শাসন থেকে মুক্তি পাওয়া মিয়ানমার গণতন্ত্রের পথে পা বাড়ালেও শান্তির পথ থেকে দূরেই আছে অনেক৷ ক'দিন পরপরই বৌদ্ধদের হামলার শিকার হচ্ছেন রোহিঙ্গা মুসলমানরা৷ প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে৷ গৃহহারা হচ্ছেন অনেকে৷ সাম্প্রতিক সময়েও পুড়ে প্রায় ছাই হয়েছে ১৩শ বাড়ি৷ পরিস্থিতি বেশি খারাপ হয়েছিল মেইটকিলাতে৷ হিউম্যান রাইটস ওয়াচ ওই শহরের অবস্থা জেনেই উদ্বিগ্ন৷ উদ্বেগের কথা জানানোও হয়েছে মিয়ানমার সরকারকে৷ সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস পুরো ঘটনার তদন্ত দাবি করে বলেছেন, ‘‘মেইটকিলার সহিংসতার জন্য কারা দায়ী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কেন হত্যাযজ্ঞ বন্ধ করতে ব্যর্থ হলো তা সরকারের তদন্ত করে দেখা উচিত৷''
এদিকে, গত কিছুদিনে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা অন্যভাবেও চোখে পড়েছে৷ গত রবিবার মিয়ানমারের এক রেডিওতে এক সাবেক সেনাকর্মকর্তার বক্তব্য প্রচার করা হয়৷ সেখানে সহিংসতা বন্ধ করার জন্য বৌদ্ধ ভিক্ষুদের সহায়তা চেয়েছেন তিনি৷
এসিবি/ডিজি (এএফপি)