1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের দোষী করতে ভুয়া ছবি প্রকাশ

১২ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের সংঘাতপ্রবণ রাখাইন অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন একদল বিদেশি সাংবাদিক৷ তাদের নিয়ে যাওয়া হয় এমন সব এলাকায়, যেখান থেকে রোহিঙ্গারা পালিয়ে গেছে৷ তবে সাংবাদিকদের ধোঁকা দিতে গিয়ে ফেসেছে স্থানীয়রা৷

https://p.dw.com/p/2jmPi
Myanmar Fake News
ছবি: picture-alliance/AP Photo

মিয়ানমারে আমন্ত্রিত বিদেশি সাংবাদিকদের রাখাইনে নেয়া হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে৷ তাঁদের স্বাধীনভাবে কোথাও যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল৷ নিষেধাজ্ঞা ছিল খুশিমতো কারো সঙ্গে কথা বলাতেও৷ তবে মিয়ানমার সরকার তাদের নিয়ে গেছে এমন সব এলাকায়, যেখান থেকে রোহিঙ্গারা পালিয়ে গেছে৷ সেখানে কিছু মানুষের সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয়েছিল সাংবাদিকদের, যারা প্রমাণের চেষ্টা করেছেন যে, রোহিঙ্গারা কার্যত স্থানীয় হিন্দুদের উপর হামলা চালিয়েছে৷ এবং নিজেরাই নিজেদের ঘরবাড়িতে আগুন দিয়েছে৷

স্থানীয় এক বৌদ্ধ বাসিন্দা সাংবাদিকদের কয়েকটি ছবি দেখান, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল কমলা রংয়ের পোশাক পরা এক মহিলা একটি ঘরে আগুন দেয়ার পর দা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন৷ অপর ছবিতে সেই নারীর সঙ্গে ঘরে আগুন দিতে আরেক পুরুষকে দেখা যায়৷ স্থানীয় এক মঠাধ্যক্ষ এবং সেই বৌদ্ধ সাংবাদিকদের কাছে দাবি করেন, ছবিতে দেখা মানুষরা রোহিঙ্গা এবং তারা নিজেরাই নিজেদের বাড়িঘরে আগুন দিয়েছে৷

Myanmar Fake News
ছবি: picture-alliance/AP Photo

কিন্তু বিপত্তি বাঁধে যখন সাংবাদিকরা ছবির সেই মানুষদের কাছেরই একটি স্কুলে আবিষ্কার করেন, যেখানে সহিংসতার শিকারদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করেছে মিয়ানমার সরকার৷ বার্তা সংস্থা এপি এবং বিবিসি'র সাংবাদিকরা ছবিতে থাকা নারীকে এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু মিয়ানমারের নাগরিক হিসেবে সনাক্ত করতে সক্ষম হয়৷ আর তাঁর সঙ্গে ছবিতে থাকা পুরুষটিও হিন্দু সম্প্রদায়ের এবং ভারতীয় বংশোদ্ভূত মিয়ানমারের নাগরিক৷ তাদের দু'জনের পরনে তখনও ছবিতে পরা পোশাকই ছিল৷

ধারনা করা হচ্ছে, রোহিঙ্গাদের উপর দোষ চাপাতে সাংবাদিকরা সেই এলাকায় যাওয়ার কিছু আগে ঘটনা সাজিয়ে ছবিগুলো তোলা হয়েছিল৷ কিন্তু সাংবাদিকরা পরবর্তীতে ছবির মানুষদের আশ্রয়কেন্দ্রে আবিষ্কার করায় সেটা আর সম্ভব হয়নি৷

তবে পাশাপাশি রোহিঙ্গা সংকটের ভয়াবহতা বোঝাতে অন্য ঘটনার ছবি রোহিঙ্গাদের উপর নির্যাতনের ছবি হিসেবে প্রকাশের অনেক ঘটনাও ঘটেছে৷ তার মধ্যে কোনো কোনো ছবি ইন্টারনেটে ভাইরালও হয়েছে৷ এই টুইটে রয়েছে সেরকম কিছু ছবি (গ্রাফিক কনটেন্ট):

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ চেকপোস্টে রোহিঙ্গা বিদ্রোহীদেরহামলার পর সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী৷ এতে প্রাণ হারায় চার শতাধিক ব্যক্তি৷ আর সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় তিন লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য