রোমা পেরেছে, পারবে কি জুভেন্টাস?
১১ এপ্রিল ২০১৮বুধবার সকালের স্প্যানিশ পত্রিকাগুলো জুড়ে শুধু বার্সার সমালোচনা৷ স্পোর্টস ডেইলি ডিয়ারিও এএস বলছে, ‘‘একদল মোষের পায়ের তলায় শূন্য থেকে ৯৪ মিনিট পর্যন্ত তারা (বার্সা) পিষ্ট হয়েছে৷ কোনো অজুহাত চলবে না৷''
এক সপ্তাহ আগে নিজেদের মাঠ বার্নাব্যুতে ৪-১ গোলে রোমাকে হারিয়েছিল বার্সা৷ হোম-অ্যাওয়ে মিলে ৪-৪ গোলে সমতা এলেও অ্যাওয়ে গোল পাওয়ার সুবাদে ইউরোপ সেরার লড়াইয়ের সেমিফাইনালে পৌঁছে গেছে রোমা৷ আরেক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা'র হেডলাইন ছিল, ‘‘ইউরোপে পুরোপুরি ব্যর্থ৷'' এ নিয়ে টানা তৃতীয়বার শেষ চারে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কাটালানরা৷ এক সম্পাদকীয়কে এল মুন্ডো ডিপোর্টিভো লিখেছে, ‘‘এটা শুধু একটি পরাজয় নয়৷ তার চেয়েও বেশি কিছু৷''
খেলোয়াড়দের পাশাপাশি হারের দায় চাপানো হয়েছে বার্সা কোচ এর্নেস্তো ভালভের্দি‘র ওপর৷ লিওনেল মেসির ওপর অতি-নির্ভরতা, অনেক দাম দিয়ে কেনা ফ্রেঞ্চ ফরোয়ার্ড আউসমানে ডেম্বেলের ওপর আস্থা রাখতে না পারা এবং বার্সার কৌশলে পরিবর্তন আনা–সব কিছু নিয়েই কোচের দিকে গেছে সমালোচনার তির৷
মেসি পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় পুরো দলই ডুবেছে বলে মনে করছে পত্রিকাগুলো৷
প্রথম লেগে ৪-১ গোলে পিছিয়ে থেকে অলিম্পিকো স্টেডিয়ামে অতিথিদের বিরুদ্ধে খেলতে নামে রোমা৷ ছয় মিনিটেই ডি রসির লম্বা পাস থেকে বার্সার জালে বল জড়ান রোমার বসনিয়ান স্ট্রাইকার জেকো৷ ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইটালিয়ান জায়ান্টরা৷
দ্বিতীয়ার্ধে সেই জেকো'র সুবাদেই পাওয়া পেনাল্টি থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন ডি রসি৷ খেলা শেষ হবার কয়েক মিনিট আগে বার্সার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মানোলাস৷ কর্নার থেকে পাওয়া একটি বল সাইড হেড করে চমৎকারভাবে লা লিগার অন্যতম সেরা দলটির জালে পাঠান তিনি৷ বার্সাও সুযোগ তৈরি করেছিল ম্যাচে৷ কিন্তু খেলোয়াড়রা সেগুলো কাজে লাগাতে পারেননি৷ রাতের অন্য ম্যাচে ইংলিশ প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে৷ প্রথম লেগে নিজেদের মাটিতে সিটিকে ৩-০ গোলে হারিয়েছিল তারা৷
এদিকে, গতকাল পর্যন্ত বার্সেলোনার সামনে রোমা যেভাবে দাঁড়িয়ে ছিল, ঠিক একইভাবে স্প্যানিশ লা লিগার আরেক পরাশক্তি রেয়াল মাদ্রিদের সামনে দাঁড়িয়ে আছে সিরি আ'র আরেক জায়ান্ট জুভেন্টাস৷ জুভদের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে জেতায় অনেকটাই এগিয়ে আছে রেয়াল৷ সে ম্যাচটি হয়েছিল জুভেন্টাসের মাটিতে৷ তাই দ্বিতীয় লেগ নিজেদের মাটিতেই খেলবে মাদ্রিদের দলটি৷ বার্সার হার থেকেও হয়তো শিক্ষা নিয়ে স্বাভাবিক খেলাই উপহার দেবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা৷ অন্যদিকে, জুভেন্টাসও স্বদেশী রোমার পারফরম্যান্স থেকে উজ্জ্বীবিত হতে পারে৷ এছাড়া নিজের মাটিতে রেয়ালের সুবিধা যেমন আছে, তেমনি চাপও থাকবে৷
তাছাড়া লিগের সর্বশেষ ম্যাচে জুভদের ৪-২-এর একটি জয়ও আছে৷ তবে দুঃসংবাদ হলো, সে ম্যাচে হ্যাট্রিক পাওয়া স্ট্রাইকার ডিবালা খেলবেন না রেয়ালের বিপক্ষে৷ কারণ, প্রথম লেগে দু'বার কার্ড দেখে ৬৬ মিনিটেই মাঠ ছেড়েছিলেন তিনি৷ অন্যদিকে, রেয়াল ডিফেন্ডার সার্জিও রামোসও খেলবেন না এ ম্যাচে৷ এছাড়া দু'দলেই রয়েছে ইনজুরি সমস্যা৷
রাতের শেষ আটের অন্য ম্যাচে জার্মান বুন্ডেস লিগার সেরা দল বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে খেলবেস্প্যানিশ দল সেভিয়ার বিপক্ষে৷ প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে আছে জার্মান জায়ান্টরা৷
সব মিলিয়ে একটি উত্তেজনাপূর্ণ রাতের অপেক্ষায় ফুটবল বিশ্ব৷
জেডএ/এসিবি (ডিপিএ)